পুরোনো প্রতিবেশী
বওলাগাছ, তার নিচে শ্মশানঘাট। এই চৌকাঠ পেরিয়ে
আদি পুরোনো প্রতিবেশী, সম্মুখে পথ থামানো নগর-কবর;
দীর্ঘদেহী রাত, শক্ত দেওয়াল-তুমি দেখো, নতনীল বাঁকাপথ
খেদাতে খেদাতে একপাশে মন্দির, আরেক পাশে মসজিদ প্রান্তর-
আষাঢ় মেঘে জ্যোৎস্নার চালকুমড়ো ফুলের মতো চাঁদ
আমড়াগাছির বয়স্ক হলুদ পাতায় জমে-আবহাওয়া
তারপর নেমে যায় সাগরে-সে দিন চোখ সাঁতার কেটেছিল
সকলে-বিবর্ণ স্তবকের মতো; যে যার প্রার্থনা গোছাতে
______________
২৩.০৬.১৯ ইং। ঢাকা।
কবিতায় অভিনন্দন মি. টিপু সুলতান। শুভ সকাল।
অসংখ্য শুভেচ্ছা প্রিয় স্যার।ভালবাসা জানবেন সতত
কবিতাটি পড়লাম কবি। প্রতি-মন্তব্য আপনার খুব কম বিধায় বিশদে গেলাম না।
প্রিয় ভাই।ক্রমাগত ভালবাসা এবং শুভেচ্ছা জানবেন।
অত্যন্ত দুঃখিত যে ঠিক মতো প্রতি-মন্তব্য দিতে না পারায়।
আসলে অধিকাংশ সময়ে ঝুলে থাকতে হয় আমাদের এই দুর্বল নেটওয়ার্কের কারণে
যাইহোক,শ্রদ্ধা রইলো প্রিয় ভাই আমার।
সকলে-বিবর্ণ স্তবকের মতো; যে যার প্রার্থনা গোছাতে –
বাহ্ দারুণ কবিতা কবি টিপু সুলতান ভাই।
শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানবেন প্রিয় দাদা।পভালবাসা অবিরাম
সুন্দর কবিতা প্রিয় কবি দা।
অসংখ্য শুভেচ্ছা প্রিয় কবিদি।ক্রমাগত ধন্যবাদান্ত
বেশ ভাবনাময় কবি দা
ভালবাসা প্রিয় দাদা