যে দেশে বাঘের খাদ্য চুরি হয়ে যায়

যে দেশে বাঘের খাদ্য চুরি হয়ে যায়

আমাদের চিড়িয়াখানায় আজ যে পশুগুলো আছে,
তাদের সেখানে থাকার কথা ছিল না।
কথা ছিল, সেখানে থাকবে মানুষরূপী কিছু পশু,
যারা দখল করে নিচ্ছে, আমাদের বন-জঙ্গল,বৃক্ষ
নদী,পার্কের সবুজ কিংবা প্রজন্মের উজ্জ্বল পাঁজর।
.
আমাদের রক্তশূন্যতাপর্ব শেষ হয়েছে বেশ আগেই-
এখন ক্ষয় হচ্ছে হাড়,চোয়াল, দাঁত এমনকি
চোখের জ্যোতি। ক্ষয় হচ্ছে শ্রবণশক্তি।
বাহু তুলতে ভুলে গেছি আমরা অনেক আগেই,
এখন ঝরে পড়ছে হাতের আঙুল।
.
চিড়িয়াখানায় বন্দী থাকা বাঘের জন্য বরাদ্দকৃত
গোশতের টুকরোটি বালতিতে ভরে নিয়ে যাচ্ছে
যে লোকটি, আমরা আর বাধা দিতে পারছি না।
কিংবা বানরের জন্য বরাদ্দকৃত কলাগুলো,
যারা বিক্রি করছে চোরাই বাজারে-
আমরা ভেঙে দিতে পারছি না ওদের হাত!
.
আমরা জানি, এই বন্দী বাঘগুলো যদি একদিন
লোকালয়ের মুক্ত পরিবেশে আসতে পারতো,
তবে এরাই খাবলে খেতো সকল আততায়ীর হৃদপিণ্ড,
এরাই অ-মানুষগুলোকে ধাওয়া করতো,
বঙ্গপোসাগর পর্যন্ত।
.
যে দেশে দূষিত নদীতে ভেসে উঠে ধর্ষিতা
কিশোরীর শবদেহ,
যে দেশে ভাঙা ব্রিজের দক্ষিণে হেলে পড়ে
যাত্রী বোঝাই ট্রেন-
আমরা সেখানেই ফলাতে চাই বিজ্ঞানাংকিক বীজ!
গ্রামগুলো শহর হবে স্লোগান দিতে দিতে
দখল করে নিই মাতৃত্বের চারাভূমি,
ওষুধ বিপণি থেকে মূল্য পরিশোধ করতে না পারা
যে পিতা খালি হাতে ফিরে আসেন,
তার মুখের দিকে তাকাতে পারি না।

কেবলই বলি,
আমরা এগিয়ে যাচ্ছি!
আমরা এগিয়ে যাচ্ছি!
আমরা এগিয়ে যাচ্ছি!

© নিউইয়র্ক / ২৪ জুন ২০১৯ সোমবার √

6 thoughts on “যে দেশে বাঘের খাদ্য চুরি হয়ে যায়

  1. শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

  2. যাত্রাপথের শুভেচ্ছা জানবেন কবি। 

  3. অভিনন্দন কবি ফকির ইলিয়াস ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. যে দেশে দূষিত নদীতে ভেসে উঠে ধর্ষিতা
    কিশোরীর শবদেহ,
    যে দেশে ভাঙা ব্রিজের দক্ষিণে হেলে পড়ে
    যাত্রী বোঝাই ট্রেন-
    আমরা সেখানেই ফলাতে চাই বিজ্ঞানাংকিক বীজ! :(

  5. "কেবলই বলি,
    আমরা এগিয়ে যাচ্ছি!
    আমরা এগিয়ে যাচ্ছি!
    আমরা এগিয়ে যাচ্ছি!" 

    কাকস্য পরিবেদনা !

    কবি, কবিতায় বাংলাদেশের চলমান  দিনগুলো পিকাসোর ছবির মতো একে ফেলেছেন । অনেক ভালো লাগা কবিতায় । 

     

     

  6. আমরা ভীত, অথচ আমাদের পুর্বপুরুষরা ব্রিটিশ, পাকিস্তানীদের তাড়িয়েছিল। আমরা তাদের অস্তিত্ব কে অপমান করছি প্রতিদিন  

মন্তব্য প্রধান বন্ধ আছে।