শঙ্খচিলের খসে পড়া পালক

——–শঙ্খচিলের খসে পড়া পালক

আজ এ কোন নেশা পেয়ে বসেছে?
পাখিটার, শঙ্খচিল বুঝি!
উড়বার বাসনায় মেতে ঐ সুদূর মেঘ ফুঁড়ে
নীল ছুঁয়ে উড়ে।
পালকে তার কবিতার ঝলক উন্মনা, উম্মাতালে
ভালবেসেছিলে বুঝি! উন্মাদনা
সে কি যৌবন লজ্জাবতীর শিহরণ?
ভুলে কি করে? তাই তো উড়ে উড়ে পুড়ে
বেলা অবেলা পিছন ফেলে;
বিরহে সুখ খুঁজে, আমৃত্যু প্রেম সুধা রসে
প্রেম নেশা বায়ুর মতো ছুঁয়ে যায় আপাদমস্তক তার
জুড়ায় না দ্রোহে! কদাচিৎ উড়ে উড়ে
শঙ্খচিল নীলের সুধা পানে মাতাল প্রেমে লীন!
ছুঁয়ে যায় বিরহী প্রদাহ
খসে পড়া পালকে হরিৎ বর্ণ পিঙ্গল বাহানা;
ধরাধামের বিদ্রূপ ভুলে রয়।

ক্রান্তিকালের বিবর্ণতায়
কুড়িয়ে নিয়েছি খসে পড়া পালক তার একখান;
কবিতার পুনঃ জন্মের আশায়! মুছে যায় কালের নৈমিত্তিক
কবিতার সংগ্রহ শালা; হারিয়ে যায় হাজার হাজার কবিতা
মৃত্তিকার সধোনালয়ে লুকিয়ে যায় কত কত সভ্যতা?
আমি কেবলই হয়ে উঠি, শঙ্খচিলের খসে পড়া পালক।

জীবনমুখী কবিতা, রূপক কবিতা/২৭ জ্যৈষ্ঠ ১৪২৬/গ্রীষ্মকাল

20 thoughts on “শঙ্খচিলের খসে পড়া পালক

  1. হু চমৎকার প্রিয় কবি মান্নান দা

    1. এই বর্ষায় ভালো থাকুন কবি,,,,,,,

  2. হারিয়ে যায় হাজার হাজার কবিতা
    মৃত্তিকার সাধনালয়ে লুকিয়ে যায়………

    সুন্দর লিখেছেন প্রিয়কবি। শুভেচ্ছা অনন্ত।

    1. কবিকে আমার অফুরান ভালোবাসা,,,,,,,,,,

  3. কবিতার পুনঃ জন্মের আশায়! মুছে যায় কালের নৈমিত্তিক
    কবিতার সংগ্রহ শালা; হারিয়ে যায় হাজার হাজার কবিতা
    মৃত্তিকার সধোনালয়ে লুকিয়ে যায় কত কত সভ্যতা?
    আমি কেবলই হয়ে উঠি, শঙ্খচিলের খসে পড়া পালক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ভালোবাসা অফুরান, বর্ষার জলজ রসে জীবন কাটুক হরষে,,,,,,,,,

    1. কবি আমার ভালাবাসা জানবেন,,,,,

  4. দারুণ কবিতা কবি চারু মান্নান ভাই। একরাশ ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. কবি আমার ভালোবাসা জানবেন,,,,,,,,

  5. উত্তম ঘরানার কবিতা। অভিনন্দন প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কবিকে আমার কদমফুল শুভেচ্ছা

      জীবন কাটুক জলজ সুখে,,,,,,

  6. নান্দনিক ভাবনার শৈল্লীক কাব্য …

    শুভ কামনা সতত …

     

    1. কবিকে আমার বর্ষার জলজ ঘ্রানের ভালোবাসা।

  7. খুবই চমৎকার একটি কবিতা। 

    শুভেচ্ছা জানবেন প্রিয়।     

    1. কবি আমার ভালোবাসা জানবেন,,,,,,

  8. সত্যি অনেক সুন্দর, মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।

    1. বর্ষার কদমফুল ভালোবাসা রইল,,,

    1. কবিকে আমার কদমফুল শুভেচ্ছা অফুরান,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।