বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড (বৃষ্টি কবিতা-১)

বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড

বৃষ্টি কবিতা-১
লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশ জুড়ে মেঘের খেলা
ঘন মেঘ গরজায়,
কালো মেঘের অন্তর হতে
বিজুলি চমকি চায়।

আকাশ জুড়ে আলোর খেলা
চারিদিক অন্ধকার,
অজয় ঘাটে নৌকাটি বাঁধা
বন্ধ খেয়া পারাপার।

খেয়ার ঘাটে নাই কো মাঝি
চলে গেছে মাঝি ঘরে,
দূরের গ্রামে বাদল নামে
অঝোরে বরিষা ঝরে।

গাঁয়ের পথে সকাল হতে
লোকজন নাহি চলে,
অঝোর ধারে ঝরিছে বৃষ্টি
পথ ঘাট ভরে জলে।

বর্ষায় ভেজা সরস মাটি
মাটিতে সবুজ ঘাস,
চাষীরা খেতে লাঙল চষে
সারাদিন করে চাষ।

দিনের শেষে ক্লান্ত চাষীরা
ফিরিছে আপন ঘরে,
বৃষ্টি নেমেছে মুষল ধারে
অজয় নদীর চরে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

16 thoughts on “বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড (বৃষ্টি কবিতা-১)

  1. দিনের শেষে ক্লান্ত চাষীরা ফিরিছে আপন ঘরে,
    বৃষ্টি নেমেছে মুষল ধারে অজয় নদীর চরে।

    অজেয় অজয়ের প্রতি ভালোবাসা। অভিনন্দন কবি মি. ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতা স্বীকার করি।

  2. কবিতায় শুভেচ্ছা কবি ভাণ্ডারী দা। :)

    1. মন্তব্যে বিমুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।

  3. ঝরুক বৃষ্টি এই বর্ষাকালে। বৃষ্টি চাই কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. মন্তব্যের জন্য উচ্চ প্রশংসা করি। ধন্যবাদ কবিবর।

  4. বৃষ্টির কবিতা পড়তেই বৃষ্টি পেলাম। শুভেচ্ছ প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সু-মন্তব্যে মুগ্ধ হলাম। শুভেচ্ছা রইলো প্রিয়কবি বোন আমার।

  5. অনেক সুন্দর বৃষ্টিকাব্য ।ভালো লাগলো প্রিয়। 

    শুভেচ্ছা জানবেন।     

    1. মন্তব্য মুগ্ধ করেছে।
      পাতায় সু স্বাগতম।
      কবিকে ধন্যবাদ।

    1. সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।

    1. আপনার সু মন্তব্যের প্রশংসা করি। ধন্যবাদ।

  6. চমৎকার ভাবনা।

    শুভেচ্ছা শতত কবি।

    1. পাতায় সুস্বাগতম।
      সুন্দর মন্তব্য মুগ্ধ করে।
      শুভেচ্ছা জানাই কবিবর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।