মৃত্যু এবং অহংকার

মৃত্যু খুব সাধারণ বিষয় যা কাউকে না জানিয়ে ছুঁয়ে যায়।
আমার কিছু নেই যা নিয়ে আমি গর্বিত হবো।

অথচ মানুষ বলে তাঁর বহু কিছু আছে তা নিয়ে অহংকারেরও শেষ নেই।

আমিতো দেখিনি তারা সেসব নিয়ে কবরে যাচ্ছে।
তাহলে এতো গর্ব কিসের অহংকার কিসের?

মৃত্যু আগন্তুক নয়, সে যখনতখন আমাকে কব্জা করতে পারে। আমার কি আছে!
যা নিয়ে আমি গর্ববোধ করি!

এরচেয়ে বরং গর্ব আমার এই দুনিয়াতে আমি এসেছি, আসতে পেরেছি।

এখানে যেভাবেই থাকি তাতে বিন্দুমাত্র আফসোস নেই। তবে নীচের প্রথম সিঁড়ি থেকে যখন ধাপে ধাপে- ধীরে সুস্থে উপরের দিক অগ্রসর হতে পাচ্ছি এটাই গর্বের চেয়ে কম কি;

মৃত্যুতো আসবেই তবে সেই মৃত্যু যেনো স্বাভাবিক হয় কারণ আমি সাধারণ একজন মানুষ। স্বাভাবিক যে গুণগুলো দরকার সেই গুনের মধ্যে থেকেই যেনো আমার চলে যাওয়াটা হয়।

6 thoughts on “মৃত্যু এবং অহংকার

  1. মৃত্যুতো আসবেই তবে সেই মৃত্যু যেনো স্বাভাবিক হয় কারণ আমি সাধারণ একজন মানুষ। স্বাভাবিক যে গুণগুলো দরকার সেই গুনের মধ্যে থেকেই যেনো আমার চলে যাওয়াটা হয়।

  2. সরল বাস্তবতা কবি শামীম বখতিয়ার ভাই। 

  3. সর্বৈব সত্য শামীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আপনি ভালো থাকুন কবি বখতিয়ার শামীম ভাই।

  5. "মৃত্যু আগন্তুক নয়, সে যখনতখন আমাকে কব্জা করতে পারে। আমার কি আছে!
    যা নিয়ে আমি গর্ববোধ করি!"

    অতীব সত্য দাদা ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।