একা হয়ে যাও, এতোটাই একা
নিজের সাথেও যেনো হয়না কো দেখা।
.
সরলরেখা কেবলই বেঁকে যায়
রৌদ্রস্নানে এসে নিজের বৃষ্টিতে ভিজে যায় মানুষ।
.
মানুষ ভাঙে সম্পর্ক, সম্পর্কের শেষ সীমা
জানলায় টুকরো টুকরো অথৈ নীলিমা।
.
যাবে যাও, নিজেকে যেওনা রেখে, নিজেকে রেখে যেতে নাই
নিজের ভেতরে রেখোনা অগুন্তি মুখ, পাবেনা নিজের ঠাঁই।
14 thoughts on “একা হয়ে যাও”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যাবে যাও, নিজেকে যেওনা রেখে, নিজেকে রেখে যেতে নাই
নিজের ভেতরে রেখোনা অগুন্তি মুখ, পাবেনা নিজের ঠাঁই।
সালাম মুরুব্বী আজাদ ভাই।
অসাধারণ লিখা হরবোলা আবু সাঈদ আহমেদ ভাই।
ধন্যবাদ সুমন ভাই।
মানুষ ভাঙে সম্পর্ক, সম্পর্কের শেষ সীমা
জানলায় টুকরো টুকরো অথৈ নীলিমা।
ধন্যবাদ সৌমিত্র ভাই।
পদ্য গদ্য সব ধরণের লেখাই আপনার, ভালো লাগে আমার কাছে।
কৃতজ্ঞতা কবি সাজিয়া আফরিন।
সরলরেখা কেবলই বেঁকে যায়
রৌদ্রস্নানে এসে নিজের বৃষ্টিতে ভিজে যায় মানুষ।
ধন্যবাদ কবি রিয়া।
এতো ডেটিং এবং এতো জনের সাথে ডেটিং এর পর তো একা হয়ে যেতেই হবে ভাই
আপনার সরাসরি কথা ও লেখা ভালো লাগে সাঈদ ভাই, মানুষ যেমনি হন

আমি কিন্তু মানুষ ভালো নই ভাইজান।
শুভ সকাল, আজ এই কবিতায় সকাল হলো আমার মতোই একা এই কবিতার পঙক্তিমালা গুলো। শুভ কামনা রইলো কবি
ধন্যবাদ কবি আদেল পারভেজ ভাই।