পুরনো একটা গুঁড়ো কবিতা

আমার জন্ম শ্রাবণে, বৃষ্টির জ্যোৎস্নায়। বর্ষার প্রত্যেক কণায় জন্মদিন লেখা আছে দেখি।

পুরনো একটা গুঁড়ো কবিতা :

বৃষ্টিকে অবশ করে ও.টি.-তে শোয়াও
বৃষ্টিনাড়ি চিরে দ্যাখো ওর মধ্যে
কত জন্ম মেঘের ডিউটি, তার না-পাওয়া
মাইনে জমে আছে!
বর্ষা শুকিয়ে সেই আমড়াআচার
ভরা বালতি তুলতে যাওয়া পোয়াতির
কাটা জিভে ছড়িয়ে দাও গে’

হাতপা কোলে ব’সে থাকা গ্রামে এই যে
নিজের দু’হাঁটুতে খোল বাজানো লোক —
ওদের গুচ্ছের পোড়া বিড়ি
বৃষ্টির ঝোলায় পোরো বদমাইশি ক’রে

সত্যি, আমাদের পিঠে আর কত সহ্য হবে ধারাবেত — ভেবে শুয়ে আছি বেহুঁশ, গম্ভীর…

পগারের জলে দুলুক থার্মোমিটার কচুপাতা

6 thoughts on “পুরনো একটা গুঁড়ো কবিতা

  1. আপনার কবিতার মাত্রা বৃত্ত আর ভাবনার গভীরতা ষ্পষ্ট অনুভূত হয় কবি। :)

  2. আমি বিমুগ্ধ নয়নে আপনার কবিতা পড়ে যাই প্রিয় চন্দন দা। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. কবিতাটি পড়ে বিমুগ্ধ হলাম কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।