আকাশ তো সব সময়ই দেখি ওপরের দিকে চেয়ে
মাটিতে থেকে
আজ আকাশটাকে দেখলাম আকাশ থেকে;
তখন আকাশে চাঁদ ছিলো না
ছিলো না সূর্যও
তবুও কেমন যেন এক মায়াবী নীল আলো,
কই আমার তো ডানা নেই!
অবুও আমি ওপরে আকাশ দেখছিলাম নিচে মাটি,
মাটি থেকে আকাশে তো উড়াল দিলাম
তবু্ও কি আকাশটাকে ধরতে পারলাম!
আচ্ছা, আকাশের উচ্চতা কত?
মাটির মানুষ আকাশ ধরতে যায়, সখ কত!
______________
Phuket, Thailand.
আমি ওপরে আকাশ দেখছিলাম নিচে মাটি, মাটি থেকে আকাশে তো উড়াল দিলাম তবু্ও কি আকাশটাকে ধরতে পারলাম! __ পারা সম্ভবও নয় কবি স্যার।
মানুষ যত্ই উড়ুক বা ভেসে থাকুক না কেনো, নীচের মাটিতেই থেকে যায় ভালোবাসা।
প্রাণের কথা বলেছেন যাযাবর ভাই।
সুন্দর কবিতা।
পড়লাম ভাই।
শুভেচ্ছা কবি জীবন বাবু।