নতুন জুতায় ফোস্কা পড়লে কি করবেন?

নতুন জুতায় ফোস্কা পড়লে কি করবেন?

নতুন জুতা পরলে পায়ে অনেকেরই ফোস্কা পড়ে। নতুন জুতা পরে ঘণ্টা খানেক হাঁটা চলা করার পর গোড়ালির পিছন দিকে, আঙুলের পাশে বা বুড়ো আঙুলের তলায় ফোস্কা পড়তে পারে। একবার ফোস্কা পড়লে পরবর্তী ২-৩ দিন হাঁটা চলা করাটাই কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় কয়েকটি উপায়ে ফোস্কা সারিয়ে তোলা যায়। আসুন এ বিষয়ে জেনে নেয়া যাক।

১. নতুন জুতার ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার জায়গায় দিনে অন্তত ৩ বার মধু লাগিয়ে দেখুন। এতে ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে।

২. নতুন জুতা পরার আগে পায়ে ভাল করে সরিষার তেল বা নারিকেল তেল লাগিয়ে রাখুন। এতে পায়ে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

৩. নতুন জুতার ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার জায়গায় অ্যালোভেরা জেল লাগান। এতে পায়ের ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

৪. জুতার চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে জুতার সেই জায়গাগুলো কিছুটা নরম হয়ে যাবে। কমবে ফোস্কা পড়ার ঝুঁকিও।

৫. জুতার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে বন্ধ করে দিন। এতে পায়ে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

৬. সামান্য পানির সঙ্গে কিছুটা আটা গুলিয়ে থকথকে অবস্থায় ফোস্কার উপর লাগান। এতে পায়ের ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

4 thoughts on “নতুন জুতায় ফোস্কা পড়লে কি করবেন?

  1. ভাল পরামর্শ উপহার দিয়েছেন দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. একটা সময় নতুন জুতায় ফোস্কা পড়তো। এখন পড়ে না। কারণ বড় জুতা কিনি। :)

  3. ভুক্তভূগীদের জন্য পোস্টটি খুবই কাজে আসবে। ধন্যবাদ আপনাকে। 

  4. নতুন জুতায় ফোস্কা পড়লে কি করণীয় জানা থাকলে অনেকেই উপকৃত হবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।