বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড
বৃষ্টি কবিতা-৫
-লক্ষ্মণ ভাণ্ডারী
সেদিন দেখি বাদল নামে
আমার মাটির ঘরে,
সকাল হতে বৃষ্টির ধারা
অবিরত পড়ে ঝরে।
ভাঙা পাঁচিলে বসেছে কাক,
আমার বাড়ির পাশে,
মুষলধারে বাদল নেমেছে
মেঘ কালো হয়ে আসে।
কালো মেঘে বিজুলি আলো
ঘন ঘন চমকায়,
গুরু গম্ভীর মেঘ ডাকে ঐ
দূর আকাশের গায়।
মোর বাড়ির উঠোনটাতে
জমে এক হাঁটু জল,
বৃষ্টির জলে ব্যাঙের দল
করে কত কোলাহল।
বর্ষা প্রবল পথে জলকাদা
পথ চলা হলো দায়,
জলে কাদায় মাটির পথে
ভিজে ভিজে সবে যায়।
সকাল হতে সারাটা দিন
অবিরাম জল ঝরে,
বর্ষার দিনে বৃষ্টির কাব্য
লিখে কবি প্রাণভরে।
বৃষ্টির আরাধনায় আছি সপ্তাহ জুড়ে। তারপরও বৃষ্টি কাব্য পড়ে মন জুড়ালাম মি. ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
জয়গুরু!
সুন্দর ছড়া কিন্তু ছন্দপতন আছে আর স্বরবৃত্তে লিখলে মাত্রায় গড়মিল প্রচুর।
স্বরবৃত্ত নিয়ে পড়ুন
পাতায় সুস্বাগতম। মন্তব্যে সু-পরামর্শ দান করার জন্য
কৃতজ্ঞতা স্বীকার করি ।সুপরামর্শের জন্য ধন্যবাদ।
সর্বদা সাথে থাকবেন।
প্রত্যাশা রইলো।
জয়গুরু!
নিমগ্ন পাঠ করে গেলাম কবি।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
সর্বদা সাথে থাকবেন।
প্রত্যাশা রইলো।
জয়গুরু!
অনেক অনেক শুভকামনা প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম।
প্রিয় কবি বোনকে আমার আন্তরিক
অভিনন্দন আর শুভেচ্ছা জানাই।
সর্বদা সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু!
পদ্য কবিতায় অভিনন্দন কবি ভাণ্ডারী ভাই।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম।
আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা
গ্রহণ করুণ কবিবর। ভালো থাকুন।
সর্বদা সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু!
ভালো লাগার মতো।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম কবি দিদিভাই।
আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা
জানাই। ভালো থাকুন। সুস্থ থাকুন।
সর্বদাই সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু!
পড়লাম।
মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
সর্বদাই সাথে থাকবেন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু!
সুন্দর।
সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
সাথে থাকবেন।
জয়গুরু!