সম্পর্কগুলো বাইরে থেকে খুব সুন্দর
স্বর্ণলতার মত
অথচ পরগাছার মত লতানো
আর জীবন গাছে লতায় পাতায় জড়ানো,
এখানে একটার পর একটা সম্পর্কের শাখা গজায়
সোনালুর মত
এরা আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে ধরে জীবন গাছটাকে,
গাছটা কখনো ধুঁকে ধুঁকে শ্বাস নেয়
কখনো মরে যায়
পরগাছার চাপে;
কিছু সম্পর্ক অর্থের
বেশীরভাগ স্বার্থের
অল্প কিছু বন্ধুত্বের,
আত্মীয়স্বজন নামক অনেকগুলো সম্পর্কের পরগাছা,
ভাই বোন চাচা মামা খালা ফুপু ইত্যাদি
বাবা মা থেকে উৎপত্তি;
যতদিন বাবা মা যতদিন স্বার্থ
ততদিনই এরা
তারপর নামেই শুধু সম্পর্ক
পরগাছা হয়ে বেঁচে থাকে জীবন গাছে
কালেভদ্রে কেও কেও ফণা তোকে ওঠে ফুঁসে
ছোবল মারতে চায় কিংবা মারে
কারো বিষদাঁত কেও ঢোঁড়া সাপ
স্বার্থে টোকা লাগলেই ছোবল মারে
আর নয়তো স্বর্ণলতা হয়ে জড়িয়ে থাকে সম্পর্কের গাছে,
এদের এড়ানোও যায় না
ঝেড়ে ফেলাও যায় না
লতানো পরগাছা জড়িয়ে থাকে জীবন গাছে;
আমি খুব সাধারণ একটা গাছ ছিলাম
হয় হিজল না হয় তমাল
কিংবা না হয় ছিলামই একটা কাঁটা গাছ,
অযাচিত সম্পর্কের স্বর্ণলতাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে
মেরে ফেলেছিল আমায়;
তোমরা এখন কঙ্কাল চেনো।
পরম এই বাস্তবতা আমাদের অনেকের জীবনের সাথে মিলে যাবে কবি জীবন ভাই।
হয়তো ভাই
'সম্পর্কগুলো বাইরে থেকে খুব সুন্দর
সোনালুর মত অথচ পরগাছার মত লতানো।' শতভাগ সত্য মি. যাযাবর জীবন।
সার্ভার আজ বেশী স্লো মনে হচ্ছে ভাই
লতানো লতানো
অর্থবহ কবিতার আদলে সত্য বর্ণনা। ভালোবাসা কবি যাযাবর ভাই।
ধন্যবাদ দাদা
আত্মীয়স্বজন নামক অনেকগুলো সম্পর্কের পরগাছা।
যাপিত জীবনের বাস্তবতা।
একটা দিন পাওয়া না পাওয়া সবার সাথে আড়ি,
একটা দিন স্বপ্নের ডানায় সুদূরে দেব পাড়ি।
সুন্দর কবিতা। এগুলো স্বর্ণলতাৱ
সোনালূ আলাদা ফুল
সত্য।