বিদ্ধ বজ্রপাতের দিনগুলো

বিদ্ধ বজ্রপাতের দিনগুলো

“জাগরণে যায় বিভাবরী। আঁখি হতে ঘুম নিল হরি … কে নিল হরি…”
কারেন্ট চলে গেল কি এই আবদ্ধ জলভূমে! এখন ছাদের ওপরে নিশ্চিন্তে ঘুমোয় বাতিল জ্যারিকেন। ছাদের বিমগুলোর নীচে যত্নে রাখা সমস্ত গাড়ি ও সরীসৃপ কঙ্কাল হচ্ছে একে একে। লোডশেডিংয়ের অন্ধ কালোর দড়ি পেঁচিয়ে চলেছে না-দিনের স্মৃতি। আচ্ছা শান্তি কাকে বলে? অশান্তি কিম্বা শান্তি এক সুতোর তফাতে নাচানাচি করে হাত ধরাধরি করে। ভেতরের কিচেনে অনাত্মীয় মাংসের দুর্গন্ধ হাওয়ায় ভাসতে ভাসতে ভাইরাল হয়ে গেলে মাথার তিন তালগাছ অন্দরে অমানুষিক যন্ত্রণা বন্ধ বাক্সের মধ্যে থেকে বেরিয়ে আসে। যন্ত্রণারা কথার কারিকুরিতে কখন যেন আলাদিনের দৈত্য হয়ে যায়।

“…যার লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা…”
কোথাও কোনো অদ্বৈতার জন্ম হলো নীরব নার্সিং হোমের চার সাদা দেওয়ালের মাঝে। প্যারা নর্ম্যাল যুবতীর উদ্ধত বুকে লোমশ হাত রাখলে চোখ বুজে আসে পরম আবেশে। একে একে পর্দা খুলে যায় উলঙ্গনীল প্রান্তর ঠা ঠা করে হাসে। সাততারায় গতরাতের ককটেল নেশার আবেশে পীরগাছায় রোমান্টিক বাঁশবাগানের টুকরিতে আবছায়া নেমেছিল। একটানা মোবাইল কেঁদেছিল, অথচ সেই আধঘুম আধজাগা প্রাচীন জলায় ছড়িয়ে পড়তে পড়তে কান্নার তরঙ্গ উদারা মুদারা তারায় জ্বলতে জ্বলতে দপ করে জ্বলে উঠে ফের নিভে গিয়েছিল। অনেক দূরের মধ্যরাতের সঙ্গম শেষে উঠে বসা গৃহস্থ জন তাই দেখে বিড়বিড় করেছিল, আলেয়া!

“…বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি তাহা কে বা জানে…”
আসলে পৃথিবীটা কি সত্যিই গোল, নাকি ডিমের আকার, নাকি চৌকোনা পরিত্যক্ত বাসনের মতো সেটা নিয়ে মতভেদের বিলম্বিত সময়ে রাতচরা পাখিছানা কেঁদেছিল। আর কোনও মায়ার তোয়াক্কা না করেই উড়ে গিয়েছিল সাইবেরিয়ান পাখির নির্দয় সম্প্রদায়। দুই আর দুইয়ে চারের অঙ্ক কখনোই মেলেনি আজও।

“… এই হিয়া ভরা বেদনাতে, বারি ছলছল আঁখিপাতে, ছায়া দোলে তারই ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি…”

©Soumitra Chakraborty

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

27 thoughts on “বিদ্ধ বজ্রপাতের দিনগুলো

  1. গীতি কাব্যের সাথে জীবনের অসাধারণ কম্বিনেশন। অভিনন্দন সৌমিত্র দা। :)

    1. ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. কবিতার গড়ন বা আদলের বাইরে গদ্য লিখা আমার কাছে সমান প্রিয়।
    মনে হচ্ছে নতুন ধারাবাহিক পেতে চলেছি আমরা। অভিনন্দন কবি সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. একই শিরোনামের আরও ২/৩ টি লিখা রয়েছে। আশা করছি আসবে ভাইয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. নাম থেকেই অনুমান করা যায় বিদগ্ধ অনুভূতির নতুন এক ধারাবাহিক পেতে যাচ্ছি আমরা। আপনার শব্দচয়নে আমি বরাবরই মুগ্ধ। অভিনন্দন কবি কবিতার আদলে বর্ণনায় নতুন ধারাবাহিকের জন্য !

    1. শুভেচ্ছা আনিসুর রহমান ভাই। ভালোবাসায় ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. গাছের শিকড়ের মত সাদা আলোর বজ্রপাত ছেয়ে যায় রাতের আঁধার। আমাকে নিয়ে যায় কল্পনার রাজ্যে।

    দারুণ সৌমিত্র দা kiss

    1. অভিনন্দন আসিফ আহমেদ ভাইজান। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      1. আপনার লেখা পড়ে নিজেই একটা লিখে ফেললাম। কাল একটু এডিট করে পোস্ট দিবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    2. ওকে। শুভযাত্রা আসিফ আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. দারুন সুন্দর। এমনভাবে যদি লিখতে পারতাম

    1. আপনি আমার চেয়েও ভালো লিখেন এই মেঘ এই রোদ্দুর বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. কবিতার কাটপিসে জীবন বোধের এক অন‍্য রকম ধারাবাহিক ভাবনায় শুভ কামনা রইল ,কবি সৌমিত্র দাদা।

    1. মুগ্ধ হলাম আপনার মন্তব্যে কবি বোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. জীবন নিয়ে গদ্যকাব্য ধারাবাহিকভাবে চললে ভালোই  শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা। আপনার লেখার প্রেমিক আমি। সাথে আছি দাদা।

    1. খুশি হলাম কবি নিতাই বাবু। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  8. প্রিয় সৌমিত্র,রোজ রোজ আপনার লিখার উন্নতি হচ্ছে বেশ।

    1. আপনার আশীর্বাদে শাহাদাত হোসাইন ভাই। স্বনামে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।