ছেড়ে দে হারামজাদা

আর কত রক্ত খাবি –
আর কত চিরবি আমাকে
খুবলে খেয়েও মিটছে না সাধ
আমার এই ছোট্ট যৌনটাকে।

কামুক তুই বুঝলাম আমি
আছে অনেক পল্লী
তারা থাকতে আমার উপড়
হাতটা কেন ফেললি।

স্বপ্ন তো দেখি আমি
তোরই মেয়ের মত
তবু কেন করলি আমার
এই শরীরটা ক্ষত।

এতই যখন সাধ তোর
গেলিনা কেন মা”র কাছে।
তোকে জন্ম দিয়ে
মাতৃত্বটাই তার মিছে।

মানুষ তো নয় তুই
পশু হবি বটে।
তোর মত হারামজাদার
লিঙ্গটা দিব কেটে।

কত বলব তোকে আমি
ছেড়ে দে হারামজাদা
এই পৃথিবীতে বাচার অধিকার
আমারও আছে আধা।

13 thoughts on “ছেড়ে দে হারামজাদা

  1. সমাজ বদলাতে গালি নয় বস্; ঝাঁপিয়ে পড়ুন হাতে যা কিছু আছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

  2. লিখাটি পড়লাম। অন্যের লিখায় মন্তব্য দিয়েছেন ১ টি। নিজের পাঠকের মন্তব্যের উত্তর দেবেন। আপনার পাঠক খুশি হবেন। ধন্যবাদ।

    1. জুনিয়রকে শুধরে নেওয়াই সিনিয়রদের কাজ ধন্যবাদ'* মুরুব্বী ভাই

  3. এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সকলের আছে। বাঁচতে দিতে হবে।

  4. শুভকামনা কবি পাভেল রহমান। আমাদের পোস্টে এলে আপনাকে স্বাগত জানাবো। 

  5. সাফ কথা, ছেড়ে দে হারামজাদা। ভালো লাগলো https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।