পাপের বাজার

নানান ধর্মের, নানান বর্ণের, নানান আকারের
মানুষের ভীড়ে জমজমাট বাজার;
কোলাহলে পরিপূর্ণ বাজারে চলছে প্রতিযোগিতা
সেরা জিনিসটি নিজের কব্জাবদ্ধ করার!

এখানে অশ্লীলতার পসরা সাজিয়েছে ব্যাপারীরা,
ওখানে খুলেছে দোকান পাপাচারের কারবারীরা;
কোন দোকান পায়নি যারা
টুসকি মেরে ডাকে তারা,
খদ্দের সব এদিকে আসুন-
সেল ধামাকা চলছে দেখুন!
সস্তায় পাবেন অবৈধ মাল
নেতা, মন্ত্রী কিংবা আঁতেল,
এই বাজারে সবাই সমান
বজায় থাকে মান সন্মান।
এখানে ব্যবসার মূল মন্ত্র গোপনীয়তা,
নেইকো ত্রুটি মিলবে চরম আতিথেয়তা!

পাপাচারের দোকানগুলিতে আজ চলছে জোর বিকিকিনি
হবে নাই বা কেন-
কান পাতলেই শোনা যায় পাপাচারের জয়ধ্বনি!

12 thoughts on “পাপের বাজার

  1. পাপাচারের দোকানগুলিতে আজ চলছে জোর বিকিকিনি। পরিচিত দৃশ্য।

  2. মানুষের ভীড়ে জমজমাট বাজারে মানুষের বিকিকিনি। পাপাচারের জয়ধ্বনি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_sad.gif

  3. "পাপাচারের দোকানগুলিতে আজ চলছে জোর বিকিকিনি
    হবে নাই বা কেন-
    কান পাতলেই শোনা যায় পাপাচারের জয়ধ্বনি!"

     

    কঠিন সত্য।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।