আজ তোমার উন্মুক্তের দিন

তুমি আজ আমার জন্য হও উন্মুক্ত
আজ ফের বেরিয়ে এসো অনুক্ত দ্বিধা ছেড়ে
পৃথিবীর তাবৎ নীলিমায় প্লাবিত হও
আজ ফের উন্মুক্ত হও বিহঙ্গীর মুক্ত নীড়ে।

ফাল্গুনী রোদ্দুর ঝলমল দুপুরে
আজ আবার উঠুক ঝংকার তোমার পায়ের নূপুরে
মাদল বাজুক, বাজুক সোমত্ত ভালোবাসা বিজয়ের অহংকারে
ফোটাও ফুল
ফোটাও পলাশ,শিমুল, উন্মুক্ত মণিহার
তুমুল আলোড়নে ফোটাও বিমুগ্ধ হাসি প্রগতির অভিসারে।

আজ তোমার উন্মুক্তের দিন
আজ তুমি হও রঙ্গিন
হও দীপ্ত, হও তৃপ্ত-উদ্ভাস উদাসীন……
আমার গরবীনে আজ তোমার করবী হোক ফুটন্ত
সকল আকুলতায়
সকল ব্যাকুলতায় তোমার ইচ্ছার দাবী হোক প্রমত্ত।

দেখো রাত্রির বুকে জ্যোৎস্নার সমর্পিত বারতা
দেখো তৃপ্তির আকরে প্রজ্বলিত মধুমিতা
নিবিড় উন্মাদনায় জোনাকির সলাজ সঙ্গম
উন্মুক্তের আড়ম্বরে সখী আজ হও রঙ্গম
কালের আবর্তে অন্ধকার ঢাকা কষ্টের হিমাগারে
আমি আজ মুগ্ধকর জ্যোৎস্নার উষ্ণতা চাই
চাই বিশুদ্ধ আলিঙ্গন
তুমি উন্মুক্ত হও, ফের আমার জন্য মেলো ডানা
আমার পবিত্র আকাশে হোক তোমার নিঃশর্ত মূর্ছনা।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

7 thoughts on “আজ তোমার উন্মুক্তের দিন

  1. ফোটাও ফুল, ফোটাও পলাশ,শিমুল, উন্মুক্ত মণিহার
    তুমুল আলোড়নে ফোটাও বিমুগ্ধ হাসি প্রগতির অভিসারে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. খু্ব সুন্দর করে গুছিয়ে প্রকাশ করেছেন মনের আবেগময় কথা কবিতার লাইনে। 

  3. কাব্যশৈলীতে ভরপুর।সুন্দর লেখনী।

    শুভেচ্ছা অনন্ত।

  4. চলুক কবিতা কবি দাউদ ভাই। আপনার উপস্থিতি না থাকায় কথা হয় না। :(

  5. আমার পবিত্র আকাশে হোক তোমার নিঃশর্ত মূর্ছনা। ভালোবাসা কবি দাউদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।