বোবা জাতি

হাজার আর্তনাদ আজ
আমাদের কানে আসে না।
মটরযানের ভয়ংকর শব্দগুলো
আমাদের কান্নার রোল তোলে না।

আজ আমরা বোবা
হাড্ডিসার মানূষগুলো দেখি।
বলার ভাষা আমাদের নেই
আমরা জাতি যার লজ্জা নেই।

বাবা হারা সন্তান রাস্তায় দারিয়ে
চেয়ে থাকে অদূর পানে।
ফিরে আসবে হয়ত বা
কোন সন্ধ্যায় কোন রাত্রীক্ষনে।

আমরা দেখি বলার ভাষা আমাদের নেই
আমরা বোবা
আমরা কান্না করি শব্দ নেই
আজ আমরা জাতি বিধবা।

আমরা বন্দি কিন্তু কারাগারে নই
আমরা বন্দি বিবেকের কাছে।
আমরা বন্দি আত্মসম্মানবোধের কাছে।

12 thoughts on “বোবা জাতি

  1. আজ আমরা বোবা, হাড্ডিসার মানূষগুলো দেখি।
    বলার ভাষা আমাদের নেই, আমরা জাতি যার লজ্জা নেই।

    দিনদিন আমাদের মূক এবং বধির করে ফেলা হচ্ছে এটাই বাস্তবতা। :(

  2. বাস্তব কথা বলেছেন,একেবারে সত্য কথা। আমরা বন্দি বিবেকের কারাগারে, সত্যিই বলেছেন।

  3. সুন্দর অভিব্যাক্তির বিরল প্রকাশ।সুন্দর লিখলেন কবিবর।

    অনেক ভালোবাসা।

  4. কবিতার ভাষা শুধু কবিতাতেই নয়, আমাদের বিবেকের ভাষাও এখানে প্রতিফলিত হয়েছে পাভেল রহমান ভাই। শুভেচ্ছা জানবেন। আশা করবো ভালো আছেন। 

    1. আপনাদের শুভ কামনা আমার চলার প্রেরণা। ভাল থাকবেন ভাই।

       

  5. জাতির ব্যর্থ নেতৃত্ব একটি জাতিকে পঙ্গু এবং প্রতিবন্ধী করার জন্য যথেষ্ঠ। :(

    1. সঠিক বলেছেন কিন্তু এই নেতৃত্ব তো আমাদের হাতেই গড়ে উঠে। ভাল থাকবেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।