একটা বাক্সবন্দী প্রথা

সমাজের পরতে পরতে মানবতার অবক্ষয়
মানুষের মিছিলে আজ মানুষ পাওয়া দায়,
ধর্মের লেবাসেও আজ অধর্মরাই জয়ী হয়
আমরা বোকারাও গাই তাদেরই জয় জয়।

মানুষ আজ ব্যানার-ফেস্টুনে প্রতিবাদী হয়
কিম্বা ঝড় তুলে ফেসবুক টুইটারের পাতায়,
বাস্তবতায় অসহায়ের সহায় ক’জনইবা হয়
বাস্তবে মানুষের ভিড়ে মানুষই পাওয়া দায়।

সমাজের শরীর আজ বৈষম্যের ঘামে ভেজা
শহরের শরীরে ঝরছে সভ্যতার ভয়াবহতা,
রাতের শরীরে বইছে পতিতাদের কাতরতা
তবু চিৎকার করে বলি হায় সভ্যতা সভ্যতা।

বুক পকেটের নিচেই চাপা পরেছে মানবতা
পাশ কাটিয়ে যাই যদি দেখি কোন নৃশংসতা
নিজের বেলায় ঠিকইতো খুঁজি সেই মানবতা
এ কেমন মানুষ আমরা কেমনতর মানবতা ?

একবিংশ শতাব্দীতেও চালু আদিম হিংস্রতা
নাম পাল্টে সে প্রথা আজকে হয়েছে সভ্যতা
মানবতা আজ শুধুই একটা বাক্সবন্দী প্রথা
সভ্যতায় বিলীন আজ মানুষ আর মানবতা।

12 thoughts on “একটা বাক্সবন্দী প্রথা

  1. ধর্মের লেবাসেও আজ অধর্মরাই জয়ী হয়, আমরা বোকারাও গাই তাদেরই জয় জয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. এটাই আজ চিরন্তন সত্য দাদাভাই 

  2. অসভ্যতায় বিলীন আজ মানুষ আর মানবতা শব্দটি ৷:(

  3. মানবতার অবক্ষয়ে মানুষের মিছিলে আজ মানুষ পাওয়া দায়। উত্তরণ কি নেই !!

    1. উত্তরণের পথ আমাদেরই বাহির করতে হবে দিদিভাই 

  4. বাক্সবন্দী প্রথা নয় এটা হবে আমাদের স্খলন। মানবিক স্খলন। মেনে নিন। না মানলেই কষ্টকে দাওয়াত দিয়ে আনা হবে। চলছে যেমন চলুন। না পারলে আমার মতো পলাতক হয়ে যান। ফেরারী হয়ে যান কাজী জুবেরি মোস্তাক ভাই। দুঃখ থেকে বললাম। :(

  5. দেখানো সভ্যতায় আমাদের দিকনির্দেশকারীরা আমাদের অসভ্য করে তুলেছে। :(

  6. মানুষ আজ ব্যানার-ফেস্টুনে প্রতিবাদী হয় কিম্বা ঝড় তুলে ফেসবুক টুইটারের পাতায়, বাস্তবতায় অসহায়। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।