কবিতাঃ কবি

দিন শেষে মেয়েরা তার প্রেমিকের কাছেই ফিরে যায়
ব্যর্থ পুরুষরা কবি হয়ে আকাশের বুকে কবিতা লেখে,
হয়তো রাতে বালতি দিয়ে জোছনা ধরে, কিংবা
বিছানার চাদর দিয়ে অব্যক্ত স্বপ্ন গুলিকে বাধে।

হারিয়ে ফেলা প্রেমিকার সিঁথির মাঝে
খুঁজে ফেরে চতুর্দশপদী কবিতা,
ছন্দের জাদুকর হয়ে উঠে
হঠাৎ, ব্যাকরনহীন পুরুষ।

নিকষ কালো নিঃসঙ্গতা যেন
আশ্রয় পায় বিমূর্ত পদ্যে,
কিংবা কিংবদন্তি রঙতুলি তে
এঁকে ফেলে এক জলজান্ত পোট্রেট।

কাঁধে ঝোলান চটের ব্যাগে উঁকি দেয়
হাতে লেখা কিছু অসম্পুর্ন কবিতা,
অধোয়া পাঞ্জাবীতে লাগে না
কখনও লাল লিপষ্টিকের দাগ।

অটোগ্রাফের সময় বই মেলায় আলতো হাতের ছোঁয়া
কবির বুকে ঝড় তুলে অনবদ্য শিহরণ,
কাঁচের চুড়ির রিন ঝিন হয়ে উঠে
বিটোভেনের সপ্তম সিমফোনী।

কিন্তু, মেলা শেষে মেয়েরা প্রেমিকের কাছেই ফিরে যায়
দিবা স্বপ্নে বিভোর কবি ছন্দপতন হয় গদ্যে,
ছেড়া মশারি বেধে রাখতে পারে না সুপ্ত কামনা
নির্ঘুম রাত কাটে নিষ্পাপ প্রেমের অসহ্য ভালোবাসায়।

পূর্ব কথাঃ সামু ব্লগে একবার বেশ কয়েকজন ব্লগার আমাকে কবি বলে সম্মোধন করলে বেশ লজ্জায় পড়ে যাই আমি। কি ছাইপাশ লিখি আমি! ক্ষিপ্ত হয়ে শেষমেষ কবিদের উপরই….

সবাইকে ধন্যবাদ ও শুভকামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ যুনাইদ, জুলাই ২০১৯

17 thoughts on “কবিতাঃ কবি

  1. তারপরও আপনার কবিতার এই প্রকাশকে স্বীকার করে নিলে আপনাকে কবিই বলতে হয় যুনাইদ ভাই। :) শুভেচ্ছা জানবেন। 

    1. প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে অভিনন্দন।

      আমি নিজেকে কখনই কবি মনে করি না। আপনাদের কাছে এসে বিচার দিলাম আর শেষমেষ আপনারাও….

  2. কথা কাহিনীটি পড়লাম মি. যুনাইদ। ভালোই হয়েছে মনে হলো। অভিনন্দন কবি। 

    1. হায়রে কপাল? 

      শেষমেষ মুরুব্বী ভাই আপনিও কবি বললেন? 

      কার কাছে বিচার দেব এখন?

  3. অটোগ্রাফের সময় বই মেলায় আলতো হাতের ছোঁয়া
    কবির বুকে ঝড় তুলে অনবদ্য শিহরণ,
    কাঁচের চুড়ির রিন ঝিন হয়ে উঠে
    বিটোভেনের সপ্তম সিমফোনী।

    এই স্বীকারোক্তি দারুণ হয়েছে কবি। :)

    1. একবার বই মেলায় যেয়ে দেখি এক কবি শুধুই মেয়েদের অটোগ্রাফ দিচ্ছে ইচ্ছে করেই। সুযোগ বুঝে ঝেড়ে দিয়েছি।

      শুভ কামনা রইল

  4. কবি জীবন ঝাঁটা জীবন কবি যুনাইদ ভাই। devil

    1. একদম ঠিক বলেছেন কবিদের নিয়ে! আরে ভাই এই জন্যই তো আমি গল্প লিখতে ভালবাসি।

  5. আমি দুঃখিত ভাই। কবি বলে সম্বোধন করতেই হচ্ছে। :)

    1. হায়রে কপাল! আপনাদের কাছেও বাচঁলাম না! 

      কই যাবো এখন?

      শুভ রাত্রী।

  6. কবি জীবনে মোটা ফ্রেমের চশমা বাদ পড়ে গেছে। :)

    1. ছবি আকতে পারি না। পারলে ছবিতে মোটা ফ্রেমের চশমা বসিয়ে দিতাম!

  7. হারিয়ে ফেলা প্রেমিকার সিঁথির মাঝে খুঁজে ফেরে চতুর্দশপদী কবিতা। :)

    1. কবিতা আমার মাথার এন্টিনার উপর দিয়ে যায় আপু!!

      পড়ার জন্য ধন্যবাদ রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।