ফিরে দেখা পথ

তোমার পদচিহ্ন ধরে হেঁটে যাই সময়ের পথে
পৃথিবীর চারপাশ ঘুরে ফিরে আসি পুনরায় পরিচিত শস্যক্ষেতে;
তোমাকে আর পাওয়া হয়না, ক্লান্ত শরীর স্মৃতি গুলো নিয়ে পরে থাকে;
সমাধানের পথ গুলো সমাপ্ত হয় না তবু, বার বার ফিরে যায়
দিগন্তের ধূসর স্মৃতির পথে।

কল্পনার ছবি গুলো বেশ জীবন্ত হয়ে হেঁটে বেড়ায় আমার চারপাশে
সেই চরিত্র গুলো খুব উপভোগ করি;
তোমার শাসন, তোমার বকুনি
তোমার অভিমান, তোমার বেদনা
তোমার অশ্রু, তোমার অভিযোগ
তোমার ভালোবাসা, তোমার ফিরে চাওয়া
তোমার শূন্যতা, তোমার পূর্ণতা
তোমার শাড়ির আচল, তোমার কপালের টিপ
তোমার শব – তোমার সব কিছু চলমান চরিত্র হয়ে ফিরে আসে।

তবু তোমার শেষ দিনের দান আমাকে একাকী করে চলে যায়
অচেনা গন্তব্যের পথে।
হে পথ তোমাকে খুঁজেছি বহুবার, হে পথ তোমাকে রচেছি বহুবার
হে পথ তোমাতে হেঁটেছি বহুদিন, হে পথ তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছি অবিরত
তবুও খুঁজে পাইনি তোমায়, তবুও ফিরে পাইনি তোমায়
তবুও জানতে পারিনি তোমায়, তবুও বুঝতে পারিনি তোমায়
তবুও পারিনি ছেড়ে যেতে ,তবু পারিনি ফিরে যেতে।

আজো চোখ মেলে তাকালে দেখতে পাই ধূলো উড়া গেরুয়া পথে
জোনাক জ্বলা শাড়ির আঁচল।
সব কল্পনার শক্তি স্বপ্নকে পিছে ফেলে হেঁটে যায় বহুদূর
যেখানে সুখের সরোদ বাজে করুণ বিলাপে।

***
ছবিটি হাতিরঝিলে তোলা।
এই ছবিটাও একটা গল্প অন্য একদিন বলবো।

16 thoughts on “ফিরে দেখা পথ

  1. সব কল্পনার শক্তি স্বপ্নকে পিছে ফেলে হেঁটে যায় বহুদূর
    যেখানে সুখের সরোদ বাজে করুণ বিলাপে।

    অসাধারণ গল্প গাঁথা। অনেকদিন পর আপনার একটি জীবন কাব্য পড়লাম কবি ভাই।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. ছবি এবং কবিতার প্রচ্ছদ দুটোই দারুণ উঠে এসেছে কবি মি. খেয়ালী মন। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আপনার কবিতায় সরল কথা গুলোন হৃদয় স্পর্শ করে খেয়ালী ভাই। শুভেচ্ছা।

  4. ভাল লাগলো,  প্রিয়া মিন্নিতে আমি খুব ক্লান্ত! কবিতাটা পড়ে সেই ক্লান্ত কিছুটা দূর হলো!

  5. সমাধানের পথ গুলো সমাপ্ত হয় না তবু, বার বার ফিরে যায়
    দিগন্তের ধূসর স্মৃতির পথে। 

    ভালো লাগার মতো একটি কবিতা। শুভেচ্ছা জানবেন খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  6. ছবির গল্পের অপেক্ষায় রইলুম হে লেখক। কবিতা পড়লাম আর মনের ভিতরে বেদনা ভরে নিলাম। ভালবাসা রেখে গেলাম আপনার কবিতায়। কবিরাই পারে বেদনাভরা সত্য উদযাপন করিতে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।