রোজ চুরি যাচ্ছে একটু একটু করে কখনো মানবতা, কখনো সমাজ
কিংবা মানুষের আবেগ, পরিবেশ আর প্রকৃতি
মানুষই যেনো আজ দশ নম্বর বিপদ সংকেত!
অনিষ্টকারী স্বার্থপর মানুষেরা সর্বদা ওঁৎ পেতে থাকে
ঈর্ষা হিংসা দম্ভ নিয়ে পথ চলা ওদের, প্রকৃতিকে কুঁরে কুঁরে খেয়ে নিচ্ছে
লোট করে নিচ্ছে প্রকৃতি কেবল নিজেদের সুখে থাকার আশে।
ঋতুগুলো কি করে বদলে গেলো! অথচ মানুষ’রাই ছিল দায়ী
এখানে শীতকাল নেই, নেই আর বসন্ত, আসে না শরতের নীল অভ্র আকাশ
বর্ষার আকাশে নেই ঘনঘটা কালো মেঘের পাহাড়;
বৈশাখী ঝড় – উড়ে গেছে পার্বত্য চট্টগ্রাম, হেমন্তের আগমনে কুয়াশার লেশ নেই
নেই হীম হীম আবেশ হেমন্তের জন্মলগ্নে।
প্রতিদিনই চুরি যাচ্ছে পাহাড়, বন, বৃক্ষ তরু লতা পাতা
খুবলে খাচ্ছে মানুষ এই দুনিয়া।
সুন্দর প্রকৃতি, সুন্দর ঋতু আর নাতিশীতোষ্ণ দেশটি আমার
আজ যেনো পুরো বছর গ্রীষ্মকাল
বারোমাসি খরায় পুড়ে যায় মানুষ, পুড়ে যায় বন বনানী
ভ্যাঁপসা গরম শীতকালেও ঝাপটে ধরে দেহ
মানুষ আজ প্রকৃতির ক্যান্সার।
চুরি হয়ে যাচ্ছে আমাদের ওজন স্তর, চুরি যাচ্ছে একটু একটু করে মানুষের মন
চিন্তা চেতনা, বিবেক, বুদ্ধি বিবেচনা,
মানুষ থমকে দিচ্ছে সময় সভ্যতার নিয়মমাফিক পথ চলা।
দুঃসহ নাগরিক যন্ত্রণায় যেমন ছটপটায় মানুষ
তেমনি চুরি করে নিয়ে নিজের করে রাখছে এই শহর
এখানে শান্তি নেই, নেই পা ফেলার ভেজা মাটি
দূর্বাঘাস নেই, নেই ফাঁকা সবুজ মাঠ।
এই শহর এই নগর এই দেশ বিকলাঙ্গ করে ছাড়ছে মানুষ।
দুর্নীতি অপকর্ম ছিনতাই রাহাজানি খুন গুম ধর্ষন আর
চুষে খাওয়ার নীতি মানুষের মনে সেঁটে গেছে।
ন্যায়ের হাত ধরে যারা পথ আগাতে চায়
তারাও বন্দি স্বার্থপর মানুষের দুর্নীতির বেড়াজালে।
চুরি যাচ্ছে মানুষের কথা, কবিতা, সাহিত্য
নির্লজ্জ মানুষগুলো অন্যের জ্ঞান নিজের নিউরণে লেপ্টে নিচ্ছে
বুক ফুলিয়ে বলে যাচ্ছে সব আমার, সব আমার সব আমার সৃষ্টি।
মৃত্যু কোলে নিয়ে বসেও মানুষ পেতে চায় সব নিজের করে,
কি দুঃসহ সময় বয়ে বেড়াচ্ছে সুন্দর এই দুনিয়ায়
রোজ চুরি যাচ্ছে আমাদের ভাবনাগুলো
ফরমালিনে মোড়ানো মানুষের মন,
ভয় নেই ডর নেই-এ কেমন দাম্ভিকতা সাথী করে ওদের পথ চলা
উফ্ কী ভয়ঙ্কর পরিস্থিতি সামনে অপেক্ষায় আছে কে জানে !
বড্ড ভয় হয় মেকি মুখোশে ঢাকা মানুষগুলোকে-কখন যে ছুঁ মেরে নিয়ে যায় প্রাণ
চুরি করে নিয়ে যায় অবশিষ্ট মানবতা-চুপসে আছি, যন্ত্রণা বুকের ভিতর অথৈ
বেঁচে আছি দীর্ঘশ্বাস বুকে নিয়ে এখানে এই যান্ত্রিক নগরে।
______________
©কাজী ফাতেমা ছবি।
(June 20, 2017)
দেশটা দুষ্টুলোকে ভরে গেছে।
জি ভাইয়া একদম ঠিক
কবিতা এতো কঠিন কেন !!
সহজ সরল হয় না কেন আমাদের অতীত জীবনের মতো !! শুভেচ্ছা কবি কাজী ফাতেমা ছবি বু। 
কবিতা কঠিন আমি লিখতে পারি না তো
থ্যাঙকস ভাইয়া
এখানে শীতকাল নেই, নেই আর বসন্ত, আসে না শরতের নীল অভ্র আকাশ
বর্ষার আকাশে নেই ঘনঘটা কালো মেঘের পাহাড়;
কবিতায় সত্যালাপ কবি আপা।
অনেক ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন অনেক অনেক
সমকালীন চিত্রপটের কবিতা। অভিনন্দন কবি আপা।
অনেক ধন্যবাদ দিদিভাই
ভালো থাকুন অনেক অনেক
ভালো থাকুক সবাই ভালোবাসায় ভালোবাসাময় হোক পৃথিবী কবি ছবি বোন।
সে আশা নিয়ে আমরা বাঁচি মিত্র দা
ধন্যবাদ আপনাকে
দেশের মানুষের ঈমান কমে গেছে আর পরকালের ভয় ভীতি কমে গেছে। এই সব গুলি হচ্ছে তার ফলাফল!
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
ভাল থাকুন প্রিয় দিদি ভাই।
অনেক ধন্যবাদ দিদি
শুভ কামনা ভাই
ধন্যবাদ শান্ত ভাইয়া