রাজার ঘুম

সমাজ গড়ার কারিগররা আজ
অধিকারের অনশন মেলায়,
রাজা আছেন দিবানিদ্রায়
মাথা ব্যাথা নেই এই খেলায়!

রাজা তোর ঘুম ভাঙবে কবে?
কবেই বা তুই সভায় বসবি?
হাহাকার ভরা তোর রাজ্যে
শিল্প তাড়িয়ে চাকরি দিবি!

রাজা এবার ঘুম থেকে ওঠ
প্রজাদের সুখ দুঃখটা দেখ্
পারিষদরা সব সভায় ঢোলে
কাটমানি খেকোদের নামটা লেখ্!

রাজ্য জুড়ে মেলা অনাসৃষ্টি
নেইকো কোথাও একটু বৃষ্টি
মাঠে পুকুরে নেইকো জল
রাজ্যের রাজা ঘুমে অতল!

12 thoughts on “রাজার ঘুম

  1. রাজা তোর ঘুম ভাঙবে কবে? কবেই বা তুই সভায় বসবি?
    হাহাকার ভরা তোর রাজ্যে … শিল্প তাড়িয়ে চাকরি দিবি!

    পশ্চিম বাংলায় এই সমস্যাটি আমি স্বচক্ষে দেখে এসেছি যেমনটি আপনি লিখেছেন। এপার বাংলায়ও তেমন পরিবর্তন নেই। কখনও কখনও মনে হয় হাহাকার সর্বত্র। :)

    1. ধন্যবাদ স্যার।

      আপনার মূল্যবান মন্তব্য আমার অনুপ্রেরণা।
      অনেক অনেক ভালোবাসা ।

  2. বাস্তবতা এঁকেছেন কবি সৌমেন কুমার চৌধুরী। দাবি আদায়ের লড়াইয়ে শব্দই হোক প্রতিবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ কবিবর।

      ভালোবাসা একরাশ।

  3. কবিতায় সত্য অথবা কল্পনা মানি না। আপনি ভালো লিখেছেন এটা সত্য। :)

    1. আপনার মূল্যবান মন্তব্য আমার অনুপ্রেরণা।
      অনেক অনেক ভালোবাসা প্রিয় কবিদিদি।

  4. দিদি বৌদিদের ঘুম না ভাঙ্গলে ভাঙ্গাবে কে। ভালোবাসা কবি। :)

    1. চমৎকার বললেন প্রিয়কবি।

      ভালোবাসা অনেক।

    1. চেষ্টা করি কিন্তু ভালো থাকতে পারি কই??

       

    1. আপনি ভাগ্যবান,বৃষ্টির দেখা পেলেন।

      একরাশ বৃষ্টিমাখা ভালোবাসা কবিবর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।