গতকাল একটা কবিতা লিখেছিলাম
আজও একটা কবিতা লেখার কথা ভাবছি
তবে কি আমিও সেলিব্রিটি হতে যাচ্ছি?
একদিন সুর আর অ-সুরের মাঝামাঝি
রাত্রিকে পদ্মফুল হতে দেখেছিলাম….
অতঃপর গতকাল গেলো, আজ গেলো,
আগামীকালও হয়ত যাবে
আমি কি এমনি বর্বর দিন চেয়েছিলাম…?
অধুনা আমি মাটি দিয়ে হাঁটতে হাঁটতে
আকাশ দিয়ে উড়ে বেড়াই
তবুও মনের খড়কুটোদের কথা কাউকে
বলি না,
বেশি বমি পেলে কেবল কবিতার বুকে
চালান করে দিই..
অতঃপর কালো চশমা পরে ভাবতে থাকি
এই তো… কী মজা! আমি আর নেই.!!!
লিখক জীবনের এই এক দুর্বিষহতা কবি জসীম উদ্দীন মুহম্মদ। যেভাবে চলছে চলুক।
বাস্তবতার ছবি এঁকেছেন কবি।
শুভেচ্ছা জানবেন কবি।
অসাধারণ।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
ভালো বলেছেন দাদা।