চূর্ণ-বিচূর্ণ ভাবনা থেকে-২

১.
গ্রামের মূর্খ থেকে নগরের বুদ্ধিজীবী, প্রতিটি মানুষ আজও গুজবে বিশ্বাসী।

২.
বাঙ্গালিদের কখনও বিশ্বাস করতে নেই। কারন তারা শুধু জাতিতেই, মানুষে নয়।

৩.
নারীবাদী, মানবতাবাদী সংগঠনগুলোর লোকজন মানসিক ভারসাম্যহীন।

৪.
এটা সমস্যা ওটা সমস্যা চারদিকে নানান সমস্যা নিয়ে পাবলিক হৈচৈ করে কিন্তু মূল সমস্যার কথা কেউই বলে না। আসলে কেউ বলতে চায় না।

৫.
“সন্তান দুটির বেশী নয় তবে একটি হলে ভালো হয়” চায়না প্রমাণ করে দিয়েছে একথাটা ভিত্তিহীন।

৬.
নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, “তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো”।

আমাদের দেশে অধিকাংশ মায়েরাই হচ্ছে অশিক্ষিত, মূর্খ। ধর্ম কি বলে, কি বোঝাতে চায় ভণ্ড পীরদের সংস্পর্শে থেকে এ বিষয়গুলো তারা এড়িয়ে যায়। ভণ্ডরা যা বলে তাতেই এদের যতসব বিশ্বাস। এসকল মূর্খ মা-কে আগে শিক্ষিত করতে হবে, বোঝাতে হবে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। আর তা না হলে কুসংস্কার থেকে কোন দিনও বেরিয়ে আসতে পারবে না এ জাতি আমার বিশ্বাস।

23 thoughts on “চূর্ণ-বিচূর্ণ ভাবনা থেকে-২

  1. গ্রামের মূর্খ থেকে নগরের বুদ্ধিজীবী, প্রতিটি মানুষ আজও গুজবে বিশ্বাসী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আজ কাল অধিকাংশ মানুষ এসব মানতে চায় না।

      এমনটা কেন?  

  2. মূর্খ মা-কে আগে শিক্ষিত করতে হবে, বোঝাতে হবে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম।

    1. সত্যের বানী প্রচার করুন যদিও মানুষের কাছে তা তিক্ত লাগে। 

  3. কোনটা ধর্ম আর কোনটা অধর্ম সেটা বোঝার তৌফিক যেন আমরা অর্জন করি।

  4. উদিত সূর্যের আলো কি কখনো দেখতে পাবো। আমরা কি আলোর মুুখ দেখতে পারবো না? বুঝেছি কবি, আমাদের শেষনিঃশ্বাস পর্যন্ত অন্ধকারেই থাকবে হবে?এদেশে বৃথা জনম আমার।

    1. ভালোভাবে বাঁচতে হলে এদেশ ছেড়ে ভাগতে হবে। 

  5. শিক্ষার আলোয় অন্ধকার পালিয়ে যায়।

    সকলকে শিক্ষার আলোয় আনলে তবেই মুক্তি।

    সুন্দর প্রকাশের জন্য  প্রিয় রহমান ভাইকে অভিনন্দন।

    1. জেনে প্রীত হলাম, সৌমেন কুমার চৌধুরী ভাই। 

      প্রীশু জানবেন । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।