দুষ্ট লোকের মিষ্টি কথা

দুষ্ট লোকের মিষ্টি কথা
কাছে বসে ঘেঁষে,
কথা দিয়ে কথা নেয়
প্রাণে মারে শেষে।

দুষ্ট লোকের মিষ্টি কথা
বোঝা বড় দায়,
সত্যের মতো মিথ্যে বলে
মানুষের মন ভোলায়।

ওরা দুষ্টলোক মানুষ বেশী
পরের সুখে কাঁদে,
ওরা মানুষ নামের অমানুষ
মানুষকে ফেলে ফাঁদে।

দুষ্ট লোকের মিষ্টি হাসি
হাসিতে মুক্তা ঝরে,
দুষ্টের হাসিতে পাড়া-পড়শি
দুঃখে কষ্টে মরে।

দুষ্টলোক যেন শয়তানের সমতুল্য
বুঝে না জ্ঞানের মূল্য,
জ্ঞানী গুণীদের করে তুচ্ছতাচ্ছল্য
ওদের জ্ঞানই মহামূল্য।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

18 thoughts on “দুষ্ট লোকের মিষ্টি কথা

  1. দুষ্ট লোকের মিষ্টি কথা
    বোঝা বড় দায়,
    সত্যের মতো মিথ্যে বলে
    মানুষের মন ভোলায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. এমন দুষ্ট লোকের ফাঁদে সময় সময় আমি জিনেও পড়ে যাই শ্রদ্ধেয় কবি দাদা।   

  2. দুষ্টলোক যেন শয়তানের সমতুল্য, বুঝে না জ্ঞানের মূল্য,
    জ্ঞানী গুণীদের করে তুচ্ছতাচ্ছল্য, ওদের জ্ঞানই মহামূল্য। একদম ঠিক নিতাই বাবু।

    1. ক'দিন আগে এমন এক দুষ্ট লোকের ফাঁদে পড়েছিলাম শ্রদ্ধেয় কবি সুমন দাদা। তাই শব্দনীড়ে দুই তিনটে শব্দ সংযোজন করলা। ভালো থাকবেন দাদা।       

  3. দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলতে নাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ওদের ভালো মানুষি অভিনয় দেখলে, না ভোলার উপায় নেই শ্রদ্ধেয় কবি দিদি।   

  4. কিছু বলার নাই। পাপী তাপী সর্বনাশা সবাইকে দুষ্ট বলে হালকা মূল্যায়ণ করে ফেলেছেন। এদের জন্য বাংলা অভিধানে নতুন শব্দ যোগ করা যেতে পারে। সময়ের দাবি। :)

    1. কিছুই করার নেই শ্রদ্ধেয় কবি দাদা। করেছি কেবল মনের দুঃখ থেকে। যেমন— "ফাঁদে পড়িয়া বগায় কান্দে রে…" তেমন।   

  5. কিছু কিছু মানুষ আছে যারা এমন ভাবে মিথ্যা বলে সেটা বোঝার উপায় থাকে না।এরা খুব চতুর প্রকৃতির মানুষ।

    1. আমি নিজেই সময় সময় ওঁদের ফাঁদে কেমন করে যেন পড়ে যাই।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।