সমাধির প্রান্তদেশে

আমরা আমাদের পশ্চাতে ফেলে আসি
আমাদের প্রত্যাগমনের পথ, জন্ম প্রহর, মহেন্দ্র স্বর
ফেলে আসি কস্তূরী গন্ধ,
জননীর পীযুষ দুগ্ধ- মৃন্ময়ী চাদর…
অথচ এই আমরাই
প্রতিটি মুহূর্ত অতিক্রম করি নতুন নতুন জন্মের ভেতর;
প্রতি লহমায় লাভ করি জীবনের স্বাদ
কখনো অনন্ত, কখনো খুনসুটি-আহ্লাদ, কখনো তিক্ত বিষাদ
জীবন নির্গত- প্রতিদিন…
চয়নিকার মত রচিত বিগত ইতিহাস! রাত প্রহরে
প্রতিদিন কত ধ্বনি, কত সঙ্গসার… চরাচরে
মতে-দ্বিমতে কত কথার ফুলঝুরি
অন্তরে- অন্তরে কত অন্বয়- সমন্বয়; উদাসী ঘোরে
কত কান্না, রুদ্ধশ্বাস, কত অশ্রু নিভৃতে ঝরে…

আমরা আমাদের আবৃত রাখি মাতৃ জঠরে, মায়ারন্ধ্রে…
সম্বন্ধ গুলো বৃত্তের আবর্তের মত- কোনটি রক্তিয়, কোনটি আত্মীয়…
প্রজন্মের পর প্রজন্ম; আমরা নিমিত্ত খুঁজি স্বর্গ মর্ত্যের সংসারে…
অন্তহীন সমুদ্রে
ঠাই –অঠাই সাঁতারে
নদীর আর্তনাদে এবং কি অরণ্য গহ্বরে প্রাচীন শিলাস্তরে…
খুঁজে ফিরি অস্তিত্বের সুবর্ণ শিখা
একের পর এক জন্ম উৎসব, পরম্পরার সিঁড়ি বেয়ে নেমে আসে
সদ্য প্রসবকৃত উত্তরাধিকার… দুর্লভ রঙ তোরণ;

এখানে কোন সংস্কার নাই…
এবড়ো থেবড়ো পথ পাড়ি দিয়ে পৌঁছে যাই সমাধির প্রান্তদেশে
বৃষ্টির মত কান্নার স্বর… মায়ার আলিঙ্গন ছিন্ন করে
জীবন অতিক্রম করে ধোঁয়াশা পূর্ণ একটি কবিতার প্রহর…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

17 thoughts on “সমাধির প্রান্তদেশে

  1. প্রতিটি মুহূর্ত অতিক্রম করি নতুন নতুন জন্মের ভেতর;
    প্রতি লহমায় লাভ করি জীবনের স্বাদ
    কখনো অনন্ত, কখনো খুনসুটি-আহ্লাদ, কখনো তিক্ত বিষাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কবিতাটি পড়লাম ভাই। আপনার লেখা পড়ি আপনার উপস্থিতি দেখিনা যে !! :)

    1. আপনার এই অভিযোগ মাথা প্রেতে নিলাম,  তারপর লগইন করলাম…

      কথা দিচ্ছি না

      তবে এখন থেকে খুব চেষ্টা করবো দেখা সাক্ষাৎ এর..

       

      বিনম্র সালাম ও ভালবাসা জানবেন হে শ্রদ্ধেয়াhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif     

  3. আমাদের প্রত্যাগমনের পথ, জন্ম প্রহর, মহেন্দ্র স্বর, ফেলে আসি কস্তূরী গন্ধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. বেশ সুন্দর করে ফুটিয়েছেন। গুনি কবিরা যেমন করে কবিতা লিখে, ঠিক তেমনি। 

  5. চয়নিকার মত রচিত বিগত ইতিহাস! রাত প্রহরে
    প্রতিদিন কত ধ্বনি, কত সঙ্গসার… চরাচরে
    মতে-দ্বিমতে কত কথার ফুলঝুরি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    শুভকামনা থাকলোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. অতীতকে স্মরন করুন কোন দুঃখবোধ ছাড়াই; বর্তমানকে গ্রহন করুন সাহসিকতার সঙ্গে।আর ভবিষ্যতের জন্য প্রস্তুত হোণ আত্মবিশ্বাস নিয়ে। 

  7. কঠিন জীবন বোধের কথা। অসাধারণ। কবিতায় ভাল লাগা রেখে গেলাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।