আমি প্রতিনিয়ত ভুলে যাচ্ছি,
ভুলে যাচ্ছি আশেপাশের মানুষজন,
ভুলে যাচ্ছি পরিবেশ প্রতিবেশ, চিরচেনা এই দেশ, এই শহর- নগর,
বন্দর, বাজার ঘাট, লোকালয়,
একটা আবছায়া মননে মাঝে মাঝে
দাগ কেটে যায়, মনে হয় একদিন
মানুষ ছিলাম এই ভুবনে। অথচ এখন
আমার শুধুই পরিচয় আমি হিন্দু অথবা মুসলমান অথবা বৌদ্ধ
কিংবা খৃষ্টান, মানুষ হিসেবে পরিচয় আজ কেবল বক্তৃতা অথবা কল্পনায়।
আমি কি নিউরোসিসের প্রভাবে আস্তে আস্তে সাইকোসিস হতে পারি?
নাকি মানসিক এই প্রশ্নের মুখোমুখি
দাঁড়িয়ে সাইকো সোমাটিক হয়ে যাবো?
আমি আজকাল এক ভয়ানক যন্ত্রনাময়
সময় পাড়ি দিচ্ছি, পাড়ি দিচ্ছি এক অজানা ভুবন, রাতের নিশ্চিত ঘুম
চলে গেছে সেই সুদুর অতীতে,
রেপিড আই মুভমেন্টের ভেংগে যাওয়া ছন্দ প্রায় সারারাত জাগিয়েই রাখে।
গ্যাস্ট্রোটাইটিজের অসীম করুণায়
গলায় আটকে থাকে এক অস্থির দলা,
অজীর্ণ আর পেট ফুলে থাকার অভ্যস্ততায় নাওসিয়া ভোমেটিং এর একক রাজত্ব আমার সারা দিনমানে।
তবুও মন শুধু খুঁজে ফিরে একই প্রশ্ন, একই জিজ্ঞাসা, আমি মানুষ
থেকে বিতারিত হলাম কবে ?
কবিতার জন্য ধন্যবাদ কবি মি. কাজী রাশেদ। শুভ সন্ধ্যা।
আমি ক্ষুদ্র পাঠক। আপনার পোস্টে মন্তব্য দেবার আগে ভাবতে হয় আমার এই সৌজন্যতার উত্তর আপনি দেবেন কি !! নজির খুব কম। ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা রইলো কবি। খুব কম পোস্টে আপনার মন্তব্য দেখেছি।
কথা সেটাই রাশেদ ভাই। ভালো থাকুন এই প্রত্যাশা।
আপনার সময় ভাল কাটুক দাদা। ধন্যবাদ।
আপনার সুস্থতা কামনা করি।