দেবযানী

প্রেমের প্রতীক তুমি দেবযানী
ত্যাগের প্রতীক তুমি দেবযানী
ব্যাথার নাম তুমি দেবযানী
ছলনার শিকার তুমি দেবযানী।

অপেক্ষার আর এক নাম দেবযানী
বঞ্চিতার আর এক নাম দেবযানী
করুণার আর এক নাম দেবযানী
ভালোবাসার আর এক নাম দেবযানী।

উপেক্ষিতা নায়িকা তুমি মহাকাব্যের পাতায়
কাটিয়েছ বড়ো দীর্ঘ সময় আশায় আশায়
মগ্ন ছিলে মধুর স্বপ্নে দিবস-যামিনী-ভোর
ছিন্ন হলো স্বপ্ন তব কাটিলো যখন ঘোর।

হতাশার আলো পিছনে ঢেলে
ব্যার্থতার গ্লানি ঝেড়ে ফেলে
আশার আলো সামনে মেলে
ক্ষমার প্রদীপ সামনে জ্বেলে
এগিয়ে চলবে জানি-
আমার প্রিয়তমা দেবযানী।

14 thoughts on “দেবযানী

  1. শুভেচ্ছা কবি মি. সৌমেন কুমার চৌধুরী। ধন্যবাদ। আপনার মন্তব্য অন্যান্যদের পোস্টেও থাকুক এমন প্রত্যাশাই থাকবে। মন্তব্য এবং প্রতি-মন্তব্যে ব্লগিং হোক আনন্দের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ স্যার।

      একটু লক্ষ্য করলেই অন্যান্য পোষ্টে আমার মন্তব্য পাবেন।

  2. অপেক্ষার আর এক নাম দেবযানী
    বঞ্চিতার আর এক নাম দেবযানী
    করুণার আর এক নাম দেবযানী
    ভালোবাসার আর এক নাম দেবযানী।

    চমৎকার চমৎকার সব উপমা। অভিনন্দন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ সুমনদাদা।

      মন্তব্যে আনন্দিত।ভালো থাকবেন।

  3. সুন্দর করে দেবযানীকে ফুটিয়ে তুলেছেন। এই দেবযানীটা কে?

    1. প্রিয়কবি এখানে একই নামে দুটি চরিত্রের উল্লেখ করেছি।প্রথমটি মহাভারতের চরিত্র,দ্বিতীয়-??!!(ভাবুন)

      অনেক ভালোবাসা প্রিয়কবি।

    1. ধন্যবাদ প্রিয়কবি।

      ভালো থাকবেন।

    1. সৌমিত্রদা,আপনার ভালোবাসায় অভিভূত।

      ভালো থাকবেন।

    1. আপনাকেও শুভেচ্ছা।

      ভালো থাকবেন।

  4. "হতাশার আলো পিছনে ঢেলে
    ব্যার্থতার গ্লানি ঝেড়ে ফেলে
    আশার আলো সামনে মেলে
    ক্ষমার প্রদীপ সামনে জ্বেলে
    এগিয়ে চলবে জানি-
    আমার প্রিয়তমা দেবযানী।"

    চমৎকার !!  

    1. প্রিয়কবির মন্তব্যে আপ্লুত!!!

      ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।