9 thoughts on “আমার আলোকচিত্র – ০১

  1. রেটিং ৫/৫,

    মুগ্ধতা ১০০℅

    চমৎকার রকমের ভাললাগা রেখে গেলাম।

  2. একাকীত্ব 

    নিষ্পাপ শুভ্রতা 

    অপ্রকাশিত হৃদয়ের আর্তনাদ যেন চেহারায় ভাসমান।

    রঙ্গের সমাহার। 

    মনোহর লাবন্য। 

    মোমবাতিগুলোর মতো একদিন আমরাও বুড়িয়ে যাবো।  

    দূরে সমুদ্র ও আকাশ মিলে একাকার। 

    সৌম্য,সুন্দর। 

    নৌকারা পানিতে ভাসমান । 

    এখন যাওয়ার সময় হয়েছে।  

    পাপড়িদের প্রতি স্নেহময়তা।  

    টিনের চাল বেয়ে বর্ষা ঝরছে। 

    নয়নাভিরাম।

    মনে হচ্ছে তুফান আসবে।   

     একটুখানি দুষ্টমি! 

  3. অসাধারণ ফটোগ্রাফি মি. খেয়ালী মন। অভিনন্দন এবং অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. ধুমপান বিষপান হলেও নাইস ক্যাপচারড খেয়ালী ভাই। ৫ তারকা রেটিং। :)

  5. অসাধারণ সব আলোকচিত্র প্রিয় মন দা। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. বিমুগ্ধ চোখে প্রত্যেকটি ছবি দেখলাম খেয়ালী মন ভাই। অনন্য সাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।