কবিতার ফরমেট এমন হবে ( ছবির মতো )
নির্ঘুম রাত জাগা
বাতাসে ভাসমান-গ্লানির দহন।
তখনও যৌবনের নগ্নতায়
প্রত্যাশার ঢেউ প্লাবন।
দহন ক্লেদে ভেসে
ইচ্ছের পরিসমাপ্তি।
প্রিয়তমার উষ্ণদেহ
শুভ্রতা মেখে নিরুদ্দেশ।
ললাটে লেপটে থাকা
তপ্ত প্রণাম।
প্রিয়তমা।
উন্মাদ ইচ্ছে গুলো
গহন রাত্রিতে চুমু খায় জানালায়
নক্ষত্র বিনিদ্র চোখ
আমার দহনে পূড়ে প্রেমার্দ্র
দহন।
কবিতায় শব্দ শৈলীর ব্যবহারে মুগ্ধ হলাম মি. শান্ত চৌধুরী। গুড লাক।
ধন্যবাদ দাদাভাই
অনাবিল শুভ কামনা।
লিখার বাক্য বিন্যাস সঠিক ভাবে দেখাচ্ছে না।
কবিতার লিখার সাথে ফরমেট ও ভিন্ন ছিলো।
খুব সুন্দর কবিতা কবি শান্ত ভাই।
ধন্যবাদ কবি
শুভ হউক পথচলা
সুন্দর কবিতা।
ধন্যবাদ আপু
নিরন্তর শুভ কামনা
ভালোবাসা কবি শান্ত ভাই।
ধন্যবাদ কবি
ভালোবাসা অনাবিল
শুভেচ্ছা প্রিয় কবি দা।
ধন্যবাদ রিয়া দি
শুভ কামনা সতত
ভালো লাগার মতো কবিতা।
ধন্যবাদ আপু
সতত শুভ কামনা
শুভেচ্ছা জানিবেন ভাইজান।
প্রিয়তমা।
উন্মাদ ইচ্ছে গুলো
গহন রাত্রিতে চুমু খায় জানালায়
নক্ষত্র বিনিদ্র চোখ
আমার দহনে পূড়ে প্রেমার্দ্র
দহন।
চমৎকার লিখা। শুভকামনা কবি শান্ত চৌধুরী ভাই।
ধন্যবাদ কবি
অনাবিল স্নিগ্ধ হউক প্রতিটি প্রহর