জলে সন্তরণ
ক্লান্তির ঘোর হতে উঠে আসি
তোমার হাওড়ের জলে সচতুর করি স্নান।
চৈত্র খরায় তোমার ওষ্ঠে ওষ্ঠ রেখে
তৃষ্ণা মেটাই।
আমাদের অন্তর জানে উত্তাপের ভাষা
জানে শীত গ্রীষ্ম বিষয়ক অনুক্ত শব্দমালা।
আমরা নেমে পড়ি, নিবিড় আলিঙ্গনে
খসে পড়ে স্বর্গ ও মর্তের আচ্ছাদন।
এরপর পরষ্পর পরস্পরে হত্যা লিখি,
এবং পুনরায় জীবিত করি। অতঃপর
যৌথ নদীর স্রোতে নৌকা ভাসাই।
আমার বৈঠা জানে জলের গভীরতম উচ্ছ্বাস
জানে প্রবল প্লাবনে ঢেউয়ের ব্যাকরণ।
তোমার বুকের ভূমধ্য আল বেয়ে
যে জোয়ার ছুটে গেছে গোপন অভিমুখে
আমার নৌকা জানে –
সে জোয়ার ও জলে সন্তরণ।
আমি জলের মাঝি,
জেনো হাঙ্গরেও নেই কোন ভয়।
এরপর পরষ্পর পরস্পরে হত্যা লিখি,
এবং পুনরায় জীবিত করি। অতঃপর
যৌথ নদীর স্রোতে নৌকা ভাসাই।
চমৎকার কাব্য কবি..
খুশি হলাম কবি শান্ত ভাই।
অপূর্ব ভাবনার অনবদ্য প্রকাশ।
ভালো থাকবেন প্রিয়কবি।
ধন্যবাদ কবি সৌমেন কুমার দা।
জটিল প্রেমের কবিতা
ধন্যবাদ আসিফ আহমেদ ভাই।
অসামান্য কবিতা উপহার দিয়েছেন মি.সুমন আহমেদ। অভিনন্দন।
আপনার কম্পিমেন্ট আমার কাছে সবচেয়ে দামী আজাদ ভাই। সালাম।
সুন্দর একটি প্রচ্ছদের সাথে মানানসই কবিতা কবি সুমন আহমেদ ভাই।
অনেক ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
মনের মতো করে লিখেছেন কবি সুমন ভাই। ভালোবাসা।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী দা।
শুভেচ্ছা প্রিয় কবি সুমন আহমেদ দা।
ধন্যবাদ কবি রিয়া রিয়া চক্রবর্তী।
অভিনন্দন রইলো কবি।
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
দারুণ কবি সুমন ভাই।
ধন্যবাদ হরবোলা আবু সাঈদ ভাই।
আমি জলে ভয় কম পাই,কারণ আমি ভাসতে পছন্দ করি। কবিতা সুন্দর সুন্দর শব্দ দিয়ে ফুটিয়ে তুলেছেন। কবিতার চরণগুলি মহা মূল্যবান।
অশেষ কৃতজ্ঞতা কবি শাহাদাত ভাই।
সহজ সরল সুন্দর
ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই।
সুন্দর কাব্যকথা।
ধন্যবাদ কবি শান্ত চৌধুরী ভাই।
এরপর পরষ্পর পরস্পরে হত্যা লিখি,
এবং পুনরায় জীবিত করি। অতঃপর
যৌথ নদীর স্রোতে নৌকা ভাসাই।
সন্দর ভাষা শৈল। ভালোবাসা নিবেন প্রিয় কবি সুমন আহমেদ ভাই।
আপনাকে অনেক ধন্যবাদ কবি আদেল পারভেজ ভাই।
এক কথায় ঈর্ষা করার মতো কবিতা।
খুব খুব ভাল লাগলো
সালাম জানিবেন প্রিয় কবি
খুশি হলাম কবি দাউদ ভাই।