উদোম কবিতার লাইব্রেরি
তাঁর মগ্ন সুর বারংবার বাঙালী করে।
জন্ম দেয় রচিত ভোর
অরণ্যবীথির বীজফুল-
জমে ওঠে একদলা গোস্ত ও রক্তজল
পৃষ্ঠা পৃষ্ঠা নিবিড় আরোগ্য লেখা
শুকনো কাঠের ওপর
সমুল্লসিত দরজার কংক্রিট শহরে
শোভনীয় জাঁদরেল চুমু
আমার কপালে চিংড়িমাছে টোকা দেয়
না হয় গোপন থাক। জঙ্গলা কাহিনী-
এই বৃহস্পতিবার তোমার ছুটি হোক
দীর্ঘতম নদীর মতো আরেকবার
আমাদের দলছুট বয়স-অনন্য নীরবচারী পায়ে
দ্বিতল চিলেকোঠার ফুললগ্ন ছাদে
চলো, উদোম কবিতার লাইব্রেরি পড়তে যাই।
সুন্দর। ভাল লাগা।
কবিতা ভালো লেগেছে।
কবিতায় অভিনন্দন কবি মি. টিপু সুলতান। ধন্যবাদ।
অসাধারণ উপমা সকল যেন আপনার কবিতার প্রধান উপজীব্য সাবজেক্ট।
শুভেচ্ছা কবি টিপু সুলতান ভাই।
সেই ভালো সেই ভালো কবি টিপু ভাই।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর।