কবিতাঃ পূর্ণতা!

উদ্দেশ্যহীন যাত্রায় হাঁটছিলাম পথে একা
হঠাৎ অনাগত প্রশ্ন শুনে থমকে দাঁড়ালাম,
পথ জানতে চাইল, কোথায় যাবে পথিক?
জানি না, কেন জানি না, তাও জানি না।
পথকে শুধালাম, তুমি যাচ্ছ কোথায়?
যেখানে নেই কোন পথিক!
অবাক আমি! পথিক না থাকলে পথ হয়?
পথই পথিক নিয়ে আসে, জানাল পথ।
উৎসুক আমি, পথকে শুধালাম,
পথের এই নিরন্তর ছুটে চলার শেষ কোথায়?
-অনন্তে…
-অনন্ত কোথায়?
যেখানে সব শেষ হয় এক নতুন শুরুর প্রত্যাশায়!

শুরু হলো পথের সাথে একাকী পথ চলা……
পথ জানতে চাইল আবার, পথিক তুমি কি রিক্ত?
ফেলে আসা জীবনের সব চাওয়া পাওয়াগুলি
মেপে মেপে গুনলাম সময়ের দাড়িপাল্লায়
আসলে পূর্ণতা কি মানুষ কখনও পায়?

লেখার সময়কালঃ ২০-০৫-২০০৭

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ যুনাইদ, জুলাই ২০১৯

16 thoughts on “কবিতাঃ পূর্ণতা!

  1. বেশ সাজানো গোছানো সুন্দর কবিতা। 

    1. আমাদের সবার জীবনের গল্প একই। শুধু আমরা একেক জন একেক ভাবে দেখি। একেক পথে হাটি। দিন শেষে সবাই এক জায়াগায়ই ফিরে আসি। 
      পড়ার জন্য ধন্যবাদ।

  2. পূর্ণ জীবন অথবা পূর্ণ প্রাপ্তি মানুষ কখনও পায় না। জীবন বড় অদ্ভুত মি. যুনাইদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. মানুষের জীবনে চাওয়া পাওয়ার যেমন শেষ হয় না তেমনি নতুন নতুন পথেরও শেষ হয় না। মনের অবুঝ না পাওয়া স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়তই আমরা পথ থেকে পথে নিরন্তর ছুটে বেড়াই। একটা পথে বেশ কিছু দূর যাবার পর মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি। তখন আবার সেই পথ ফেলে আবার অন্য পথ ধরি নতুন ভোরের প্রত্যাশায়। এভাবেই পথ থেকে পথেই জীবন পার হয় যায় আমাদের। ঠিক যেন উদ্দেশ্যহীন ভাবে পাগলের মতো ছুটে বেড়ানো! আর সব শেষে অপূর্ণতা আর নিঃসঙ্গতা। মৃত্যুর আগে এই অনুভূতিটাই আমদের কূড়ে কূড়ে খায়।

      এভাবেই নিরর্থক ছুটাছুটি করে আমরা সারাটা জীবন পার করে দেই, আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা সবকিছুই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু সে সুযোগ আর সামর্থ আর নেই এখন ……………… 

      ধন্যবাদ এবং শুভ কামনা রইল। 

      ভাল থাকুন প্রিয় ভাই।
      শুভ কামনা রইল!

  3. কবিতার যুগ পূর্তি । এখন এই সময়ে পূর্ণতা শব্দটির ভাব পরিবর্তন কেমন লাগছে আপনার চোখে? জানাবেন কবি। :)

    1. মানুষের জীবনে আপু আসলে পূর্ণতা কখনই আসে না। মরীচিকার পিছনে ছুটে ছুটেই সারা জীবন শেষ হয়ে যায়!

    1. আমি কবি নই। ব্লগে সবার দারুন দারুন কবিতা পড়ে মাঝে মাঝে এই দুঃসাহসিক কাজের চেস্টা করে যাই। ভাল থাকুন, সব সময়।

  4. ফেলে আসা জীবন কেবলই স্মৃতি ভাইজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. বর্তমান তো বলতে বলতেই অতীত। এই পোড়া জীবনে স্মৃতি ছাড়া আর নিজের কিছু আপন আছে নাকি ভাই!

      পড়ার জন্য ধন্যবাদ।   

    1. কবি আপু আপনার জন্যও রইল নিরন্তর শুভেচ্ছা এবং শুভ কামনা।

      শুভ রাত্রী।

  5. – অনন্ত কোথায়?
    যেখানে সব শেষ হয় এক নতুন শুরুর প্রত্যাশায়!

    1. এভাবেই নিরর্থক ছুটাছুটি করে আমরা সারা জীবনে পার করে দেই, আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা সবকিছুই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু সময় আর সুযোগ থাকে না………………..
      ধন্যবাদ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।