সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও
যদি ভালোবাসো
তবে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও!
তোমায় দেখাবো কতটা ফুলেছে পাস্তুরিত দুধের বেলুন।
কি ভাবছো! শুধু সাবস্ক্রাইব করবে ,বেল চাপবেনা!
একবার চেপেই দ্যাখো
তোমায় আপডেট দেব বুজুর্গদের বৈঠকখানায়
মৃত মুরগির জন্য কিভাবে বসে আছে একটি কুকুর !
মানব জনমের কী খবর
সেই কবে একটি ফল খেয়ে
মহাশূণ্যের অসীম আদম আলোকবর্ষ থেকে
উড়তে উড়তে টুপ করে পড়ে সৌরজগতের এই গ্রহে,
এরপর নগ্নতায় শুধু খুন গুমের ধারাবাহিক অনুষ্ঠান
প্রতি ব্রাউজে ব্রাউজে দৃশ্য দূষণ আর ধর্ষিত বাংলার মুখচ্ছবি।
যদি গুম গুজবের খবর চাও
তবে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও!
বেশ ভাল হয়েছে।
শুভেচ্ছা জানবেন কবি।
কবিতায় অসাধারণ স্বাতন্ত্রতা এবং চেতনাবোধ। অভিনন্দন কবি। শুভ সকাল।
এমন অসাধারণ উপমার কবিতা এই প্রথম পড়লাম কবি ফারুক ওমর ভাই।
ধন্যবাদ। শুভকামনা।
ওয়াও কবি ফারুক ওমর ভাই। একদম ভিন্ন ধাঁচের।
ধন্যবাদ। শুভকামনা।
বাহ্ খুব সুন্দর তো !!
শুভেচ্ছা নিন প্রিয় কবি দা।
সুন্দর কবিতা।
এসব বন্ধ হবে কবে?