সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও

সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও

যদি ভালোবাসো
তবে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও!
তোমায় দেখাবো কতটা ফুলেছে পাস্তুরিত দুধের বেলুন।

কি ভাবছো! শুধু সাবস্ক্রাইব করবে ,বেল চাপবেনা!
একবার চেপেই দ্যাখো
তোমায় আপডেট দেব বুজুর্গদের বৈঠকখানায়
মৃত মুরগির জন্য কিভাবে বসে আছে একটি কুকুর !

মানব জনমের কী খবর
সেই কবে একটি ফল খেয়ে
মহাশূণ্যের অসীম আদম আলোকবর্ষ থেকে
উড়তে উড়তে টুপ করে পড়ে সৌরজগতের এই গ্রহে,
এরপর নগ্নতায় শুধু খুন গুমের ধারাবাহিক অনুষ্ঠান
প্রতি ব্রাউজে ব্রাউজে দৃশ্য দূষণ আর ধর্ষিত বাংলার মুখচ্ছবি।

যদি গুম গুজবের খবর চাও
তবে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও!

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

12 thoughts on “সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও

  1. কবিতায় অসাধারণ স্বাতন্ত্রতা এবং চেতনাবোধ। অভিনন্দন কবি। শুভ সকাল। :)

    1. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifসুদূরের ভালোবাসা রইলো মুরব্বীর জন্য।

  2. এমন অসাধারণ উপমার কবিতা এই প্রথম পড়লাম কবি ফারুক ওমর ভাই। :)

  3. ওয়াও কবি ফারুক ওমর ভাই। একদম ভিন্ন ধাঁচের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।