পাথর প্রেম
আমি তো রেখেছি প্রেম পাথর ও গাছে
আমি তো রেখেছি সুখ ঘুরন্ত চাকায়
রোদ হাঁটে মেঘ হাঁটে আমিও হাঁটি
বৃষ্টিকে রেখে দিই চোখের তারায়।
নির্ঘুম রাত্রির গুনগুন গান
মাতাল ও কুকুরের ভগ্ন বিলাপ
ইলশেগুঁড়ির যত মায়াবী আদর
আমিই নিয়েছি তার একক ইজারা।
রাঢ় মাটি ফুটিফাটা শুষ্ক অধর
আমি তো রেখেছি চুমু তার করতলে
সাপরঙ জাতীয় সড়ক রোজ সঙ্গী আমার
আমি তো বন্ধক আছি তোমার খাঁচায়।
কবিতায় অনেক ভালালাগা।
ভালোবাসা কবি ফেনা ভাই।
ধন্যবাদ প্রিয়কবি।অনন্য কাব্য।
ভালো থাকবেন।
ভালোবাসা কবি সৌমেন দা।
"নির্ঘুম রাত্রির গুনগুন গান
মাতাল ও কুকুরের ভগ্ন বিলাপ
ইলশেগুঁড়ির যত মায়াবী আদর
আমিই নিয়েছি তার একক ইজারা।"
অনেক ভালো লাগলো দাদা।
ভালোবাসা কবি বোন রুকশানা হক।
ধন্যবাদের সাথে অনেক অনেক শুভেচ্ছাও থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
ভালোবাসা কবি নিতাই বাবু।
আমি তো রেখেছি চুমু তার করতলে
সাপরঙ জাতীয় সড়ক রোজ সঙ্গী আমার
আমি তো বন্ধক আছি তোমার খাঁচায়।
———— অসাধারণ
ভালোবাসা সালজার রহমান ভাই।
কবিতার যে রূপ রস গন্ধ সেটাই যেন প্রতিভাত হয়েছে কবি সৌমিত্র।
ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
খাঁচায় থাকলে ক্ষতি কি কবি সৌমিত্র চক্রবর্তী !! চলুক না কিছুকাল !!
সেটাই তো বড় ভাইয়া।
ভালোবাসা নিও। 
আমি তো বন্ধক আছি তোমার খাঁচায়।
উৎসর্গই সম্পর্কের আসল কথা। সৌমিত্র দার জয় হোক।
কথা সেটাই আসিফ আহমেদ ভাই।
ভালো লাগা জানালাম কবি সৌমিত্র দা।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
সুন্দর।
ইয়েস বস্ আবু সাঈদ আহমেদ।
অভিনন্দন কবি সৌমিত্র।
শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা।
খুব সুন্দর কবিতা।
ভালোবাসা মাহমুদুর রহমান ভাই।
মধ্য দুপুরে কবিতা পড়তে ভালোই লাগে আমার। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী দা।
নির্ঘুম রাত্রির গুনগুন গান
মাতাল ও কুকুরের ভগ্ন বিলাপ
ইলশেগুঁড়ির যত মায়াবী আদর
আমিই নিয়েছি তার একক ইজারা।
ভালোবাসা কবি আদেল পারভেজ ভাই।