কুলুঙ্গি
মাঝে মাঝে গভীরতার কথা ভাবি
অন্ধকারের গভীরতা
আলোর গভীরতা
জলের গভীরতা
জল এবং জংগলের কাব্যের গভীরতা
মনের ভেতর ঘাপটি মেরে থাকা
হিংসা-বিদ্বেষের গভীরতা…….!
কোথাও কোনো কূলকিনারা নেই
কুলুঙ্গির যেমন চারপাশে আলো
কেবল নিচের দিকে অন্ধকার…..
তেমনি আমি আজও বুঝতে পারিনি
কে আমার… আমিই বা কার?
"তেমনি আমি আজও বুঝতে পারিনি
কে আমার… আমিই বা কার?"
— অসাধারণ সুন্দর। ভাললাগা অনেক।
পরিচ্ছন্ন কবিতা। অভিনন্দন প্রিয় কবি।
চমৎকার কবি জসীম ভাই।
উত্তর দেন আর না দেন কবিতায় একরাশ ভালোবাসা কবি জসীম ভাই।
শুভেচ্ছা নিন কবি ভাই।
শুভেচ্ছা নিন প্রিয় কবি দা।
আমরা তো আল্লাহরই। তার কাছেই আমাদের ফিরতে হবে।সেখানেই হবে সব সমস্যার সমাধান ইনশা আল্লাহ।