কবি গোলাম মোহাম্মদ মোস্তফা : প্রিয় কবির শুভ জন্মদিন

শুভ জন্মদিন কবি গোলাম মোহাম্মদ মোস্তফা। সুদূর ইরাকে বসবাস করে যে নীরবে নিভৃতে সাহিত্য সাধনা করে চলেছে। কবিতার প্রতি তার এই আন্তরিক আগ্রহ ধন্যবাদ পাওয়ার যোগ্য। শৈশব থেকেই সে সাহিত্যব্রতী। সাহিত্যের জন্যে হারিয়েছে অনেক কিছু। এখন এসব কিছুই তার সাহিত্যের উপজীব্য। তার কবিতায় আছে গভীর দেশপ্রেম, বিরহ আর জীবন যন্ত্রণা। প্রবাস জীবনের দুঃখগুলোকে সযত্ন প্রয়াসে শিল্পরূপ দিয়েছে এই কবি। শোক পাথরের মালা তার প্রথম কবিতার বই। যা ইতোমধ্যে সবার প্রশংসা কুড়িয়েছে। আজ ১ আগস্ট ইরাক প্রবাসী কবি গোলাম মোহাম্মদ মোস্তফার জন্মদিন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী মোহাম্মদপুর গ্রামে তার জন্ম। দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় সে ইরাকে প্রবাস জীবন যাপন করছে। শৈশব থেকেই তার কাব্য চর্চার সূচনা। প্রবাস জীবনে তা আরও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আছে প্রেম প্রকৃতি আর দেশের প্রতি গভীর আন্তরিক টান। জন্মদিনে তাকে জানাচ্ছি শুভেচ্ছা। সাথে পাঠকদের জন্যে তার একগুচ্ছ কবিতা।

দৃশ্য এবং মন
– গোলাম মোহাম্মদ মোস্তাফা

শীতের সকালবেলা শান্ত থাকে, শান্ত থাকে
পৃথিবীতে মানুষের মন
প্রকৃতির মনোভাব নীরব নির্জন
মধুময় সুন্দর উপমা আমার গভীর হৃদয়
নরম মাটির বুকে ঘাসে গলিত কুয়াশা
শিশির দানা হয়ে জড়িয়ে রয়েছে ,
যেন শামুকের ডিমের মতো
সাদা টলমল বিন্দু বিন্দু জল
সবুজ ঘাসের বিছানো হৃদয়ে
বিনীসূতার মালায় সৌন্দর্যের রূপ হয়ে বসে আছে
যেন তার রূপেভরা পূর্ণিমা চাঁদের হাসি
প্রাণময় সব কথা নিবিড় নীরবে
সোনালি রঙের আলো হয়ে ঝলমল করে
বিশাল হৃদয় তার দারুন ভঙ্গিতে ফুটে উঠে
সকালের স্নিগ্ধ শোভিত প্রান্তরের মত কিক আশ্চর্য মনোহর
এখানে আমার স্বপ্ন পূর্ণ সুখের প্রতিশ্রুতিশীল
অবারিত মাঠ সরলতার মত উৎসব মুখর
দুটো চোখের নিপুন মোহনায় মন নেচে উঠে
সকালবেলার দৃশ্য পটভূমি
মন দিয়ে অনুভব করি
জীবনের সফলতা খোঁজে নিয়ে।

মহান মে দিবস
– গোলাম মোহাম্মদ মোস্তফা

আমি খুঁজে পাচ্ছি না দেহের ঘাম ঝরা অধিকার
আর তুমি বায়না ধরে অভিমানী মুখ
ফিরিয়ে রেখেছ
আমার মতো আরো কত প্রবাসী শ্রমিক
পূঁজিবাদীদের কাছ থেকে
অধিকার বঞ্চিত হচ্ছে
বঞ্চিত হচ্ছে
স্বজনের ভালবাসা থেকে।

তোমার মুখটা তুলে আমার দিকে তাকাও
দুদিকের কষ্ট সহ্য হয় না
তুমি একটু ভালবাসার নজরে তাকাও।

প্রিয়তমা,
তুমিই বল শ্রমিক হয়ে জন্ম নেওয়া
এ কোন অভিশাপ
তোমার ভালবাসা থেকে বঞ্চিত করে রাখে।

আমার কি মনে চায় না
শ্রমের অধিকার পেয়ে
তোমার আবদার পূরণ করে
মনের সৌন্দর্য বৃদ্ধি করে
প্রেম প্রীতির বন্দনে হৃদমন্দিরে বসিয়ে রাখি।

শ্রমিকদের রক্তের বিনিময়ে
আজ মহান মে দিবস

মানুষের হৃদয় থেকে হৃদয়ে অমর হয়ে আছে
অথচ আমার শ্রমের ন্যায্য থেকে বঞ্চিত হয়ে
তোমার হৃদয় জয় করতে পারিনি।

পদ্মফোঁটা পুকুরের জল
– গোলাম মোহাম্মদ মোস্তফা

পরির মায়ের পদ্মফোঁটা পুকুরের জলে
এখনো কি কোন রমনীর ঢেউ তোলা চুলের মতো
মুক্ত বাতাসের খেলা করে?
অথবা এখনো কি পদ্মফুল ফোঁটে?
ঢেউয়ের সাথে নিঃসঙ্গ ঘাটলাটির ভাব জমে উঠে?
মায়াভরা ছায়াঘন পরির মায়ের সেই পদ্মপুকুরে
এখনো কি কোন প্রেমিক পুরুষ কারো ভালবাসায় জড়িয়ে যাওয়া
পদ্মফুল কঁড়িয়ে আনে?
সময় অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের
কৃত্রিম যান্ত্রিকতায় কত কিছু এলোমেলো হয়ে গেছে আজ
অন্তরা তোমার মাথার চুলগুলো কত অগোছালো!
মনকে স্থির রেখে এগিয়ে যাও
বৃক্ষের পাতা ও পুষ্পের কাছে,
পরির মায়ের পদ্মফোঁটা পুকুরের জলে যাও,
মনে রেখো, ভালবাসা কোনদিন হারিয়ে যায় না
হারিয়ে যায় না স্মৃতি ভরপুর দিন
সেই ঘাট পদ্মফুল জলভরা পুকুর আর তোমার হাসিতে উল্লসিত দিন
অন্তরা এখনো তরতাজা অমলিন!

বল না তুমি
– গোলাম মোহাম্মদ মোস্তফা

বল না তুমি,
কেন তোমাকে দেখলে ভাল লাগে
কি আছে তোমার দেহের নদীতে
উত্তাল ঢেউ ছাড়া
কিসের টানে মনে পড়ে
বার বার আমাকে ব্যকুল করে

তোমার যোগল চোখ দেখে
তারা জ্বলে বার বার
তারা ফুলের গন্ধ নেয়
তবু কেন আমায় টেনে বস করে

বল না তুমি,
মন মাঝি কেন এতো উতালা হয়
তোমায় নিয়ে যুগ যুগে
পাড়ি দিতে ইচ্ছে হয়।

কি আছে তোমার
মিষ্টি রাঙা ঠোঁটে
হাসিলে না কি ঠোঁট
গোলাপ হয়ে ফোঁটে

তার মাঝে আছে কি পাঁপড়ির ঘ্রাণ
তবু কেন চুমু দিলে দেহে উঠে শিহরণ

বল না তুমি,
কেন তোমায় দেখলে ভাল লাগে!

শুভ জন্মদিনে শ্রদ্ধেয় কবি মোহাম্মদ গোলাম মোস্তফার সুখ সমৃদ্ধি কামনা।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

15 thoughts on “কবি গোলাম মোহাম্মদ মোস্তফা : প্রিয় কবির শুভ জন্মদিন

  1. কবিতা সমূহ পড়লাম। শুভ জন্মদিন কবি কবি মোহাম্মদ গোলাম মোস্তফা। :)
    আপনাকেও ধন্যবাদ মি. নিতাই বাবু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শ্রদ্ধা কৃতজ্ঞতার সাথে অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা।        

  2. সুন্দর কবিতা। অভিনন্দন কবি গোলাম মোহাম্মদ মোস্তাফা। শুভ জন্মদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. শুভ জন্মদিনে আমাদের শুভেচ্ছাও রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনাকেও শুভেচ্ছা শ্রদ্ধেয় দিদি।    

  4. কবি গোলাম মোহাম্মদ মোস্তফা'র জন্য প্রাণঢালা ভালোবাসা ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা।      

  5. সদ্য পরিচিত কবি'র জন্য শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. শুভ জন্মদিন কবি গোলাম মোহাম্মদ মোস্তফা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আপনাকে শুভেচ্ছা শ্রদ্ধেয় কবি দিদি।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।