আমি অন্ধকারেও তোকে দেখি চোখ বন্ধ করে

দুর্বোধ্য রাত্রি তুই
আমি ঘুম চোখেও তোকে দেখি

রাতের পরতে পরতে অন্ধকার
আমি আঁধারে কালোর গল্প শুনি

রাতে কি আলো থাকে কোথাও?
কোন কোন রাতে চাঁদ ওঠে

আচ্ছা! জ্যোৎস্নার কি গল্প আছে কোনো
কবিতা কেন লিখা হয় চাঁদনিতে?

তুই আমার চোখে চোখ রেখেছিস
মন পড়িস নি

তুই আমার হাতে হাত রেখেছিস
স্পর্শে অনুভব চিনিস নি

তুই আমার বুকে হাত বুলিয়েছিস
ভালোবাসা বুঝিস নি

আমি যা বলতে চেয়েছি তুই তা শুনিস নি
তুই যা বলতে চেয়েছিস আমি তা বুঝি নি
তবুও একসময় চোখে চোখে চোখ চেয়েছিলাম
হাতে হাতে হাত রেখেছিলাম
আর অনুভবে অনুভব
ভালোবাসা বুঝতে গিয়ে চাঁদ হয়ে গিয়েছিল চাঁদনি
আর রাতের চোখে ঘুম,
আমি একটা স্বপ্ন লিখে দিয়ে এসেছিলাম তোর চোখে;

ভুলে গিয়েছিস?
তবে আজো কেন আমায় স্বপ্নে দেখিস?

ভালোবাসা কি ফুরোয় রে?
কোথাও না কোথাও তো অনুভব রয়েই যায় রে,
হয় সূর্যে নয় অন্ধকারে
কারো স্বপ্নে কারো ঘুম চোখে,
তুই চাঁদের টর্চ জ্বালিয়ে আমায় খুঁজিস আলোর মাঝে
আমি অন্ধকারেও তোকে দেখি চোখ বন্ধ করে।

16 thoughts on “আমি অন্ধকারেও তোকে দেখি চোখ বন্ধ করে

  1. আপনার কবিতা পড়লে বাকি সব ভাব-কবিতা ফিকে হয়ে যায়। আপনি যদি এভাবে কবিতায় সব বলে দেন তাহলে বাকি কবিগণ কি বলবেন !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  2. কারো স্বপ্নে কারো ঘুম চোখে,
    তুই চাঁদের টর্চ জ্বালিয়ে আমায় খুঁজিস আলোর মাঝে
    আমি অন্ধকারেও তোকে দেখি চোখ বন্ধ করে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  3. ভালোবাসা বুঝতে গিয়ে চাঁদ হয়ে গিয়েছিল চাঁদনি
    আর রাতের চোখে ঘুম,
    আমি একটা স্বপ্ন লিখে দিয়ে এসেছিলাম তোর চোখে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. চমৎকার লিখেছেন প্রিয় কবি সকালের শুভেচছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।