অভাব নাই

আজকাল আমাদের
অনেক কিছুর অভাব নাই,
প্রথমত কোন নেতার অভাব নাই,
নেতার সাথে পাতি নেতা, চামচা-
দালালের অভাব নাই,
বড় বড় জ্বালাময়ী ভাষণ আর
গলাবাজির অভাব নাই
গাঁয়ে মানে না আপনি মোড়ল
ফতোয়াবাজের অভাব নাই,
ধর্মবাজের অভাব নাই
চোর বাটপারের অভাব নাই,
খুন -ধর্ষণ লুটতরাজের অভাব নাই,
অন্যায়কে উস্কে দাতার অভাব নাই,
সামনে এক পেছনের আরেক
কথা বলার দ্বিমুখী সাপের অভাব নাই,
অপমৃত্যুর অভাব নাই,
গুম,খুনে অভাব নাই,
দ্রব্যমূল্য বৃদ্ধি; ভেজাল দ্রব্যের অভাব নাই,
আছে বনখেকো, জনখেকো, গম ,চিনি, তেল, পেয়াজ খেকো
যোগ হয়েছে কয়লা খেকো, ময়লা খেকো
অভাব নাই
লাজ শরমের বালাই নাই
মানুষের কাছে মানুষের পরোয়া নাই
বেপরোয়া যান চালকের অভাব নাই
সড়ক দুর্ঘটনার অভাব নাই,
সে দুর্ঘটনার পক্ষে সাফাই গাইবার মতো
দালালের অভাব নাই!
আবার সেই দালালের চামচারও অভাব নাই!!

অভাব নাই অপকর্মের,
অভাব নাই অপশিল্প-অপসংস্কৃতির
অভাব নাই অপশিক্ষার!
অভাব নাই শিশু মৃত্যুর!
অভাব নাই অপচিকিৎসার!
অভাব নাই জন্তু জানোয়ার
আর
হায়েনার থাবার
অভাব নাই মদ গাঁজা হেরোইন ইয়াবার!
অভাব নাই নেকাবের আড়ালে নগ্ন কারবার!
অভাব নাই অপবিচারের
আদালত, উচ্চ আদালত, পাড়া মহল্লার আচারের!
অভাব নাই অভাবের- মীরজাফরী স্বভাবের
আকামের অভাব নাই
চোর ডাকাত দুর্নীতিবাজ সুখের অভাব নাই তাদের
মানুষ মরিলেও চলছে তাদের রাজ!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

10 thoughts on “অভাব নাই

  1. অভাব যাতে না থাকে সেই জন্যই না ৩০ ডিসেম্বর ভোট দিয়েছি। এখন অভাবমুক্ত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

  2. অভাব নাই
    লাজ শরমের বালাই নাই
    মানুষের কাছে মানুষের পরোয়া নাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. একটি বিশেষ দলের নেতৃত্ব দীর্ঘ সময় দীর্ঘায়িত হলে এমনটা হবেই হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  4. সত্যি আজকাল আর কোনো কিছুর অভাব নাই। শুধু মানব অধিকার নাই।

  5. কোন কিছুর অভাব আর নাই। অভাব শুধু একটা ছোট্ট বিবেকের।

  6.  চলমান পরিস্থিতির আলোকে অনুভূতির যে প্রকাশ ঘটিয়েছেন কবিতায় ,আমি কি মন্তব্য করবো বুঝতে পারছি না।

মন্তব্য প্রধান বন্ধ আছে।