সমৃদ্ধ প্রাণের পরিখায়
রেখে যাই ছায়াধূপ
জ্বলুক আর জ্বালিয়ে আঁধার
ছড়িয়ে পড়ুক আলো
গোলাপে; বন্ধুময় চাঁদের পাশে
যারা ভালোবেসে সাজায় সবুজ
গ্রাম থেকে গ্রামান্তরে ফিরে
করে কোনও শরতের খোঁজ।
যারা যেতে চায়, আবার হারিয়ে সেই
স্মৃতিমেঘে- পাখির ডানায়
উন্মুল উৎসের ঝরণা ছুঁয়ে ছুঁয়ে…
রেখে যাই রাগরহস্য,
হাতে গড়া ভোরভবিষ্যত…
ঢেউয়ের সান্নিধ্যে এসে এভাবেই
সমৃদ্ধ হোক, প্রেমে ঘেরা জলের পরত।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ নববর্ষ ২০২১।
অনেক শুভেচ্ছা রইল কবি দা
যথার্থ উপলব্ধির বহিঃপ্রকাশ
মন ছুঁয়ে গেল পাঠে
শুভেচ্ছা রইলো একরাশ সুপ্রিয় কবি।