প্রেমিকারা চুমু দেয় বউ মুখ ঝামটা
ছাত্ররা গ্রামে দেয় কলা মুলো আম টা।
ব্যবসায়ী তোলা দেয় রকবাজ খিস্তি
গরমে বৃষ্টি দেয় চাষীদের স্বস্তি।
অফিসের বস দেয় শাস্তির ধমকি
ভোট এলে নেতা দেয় তারাবাজী ফুলকি।
সরকার বাঁশ দেয় হরঘড়ি বাজেটে
পুজো এলে ছাড় দেয় ফ্লিপকার্ট গ্যাজেটে।
কবিরা কবিতা দেয় কার্ফ্যুর গুলিতে
দোকানীরা ধ্বক্ দেয় ওজনের থলিতে।
পরকীয়া প্রেম দেয় ফূর্তি ও টেনশন
মালিকেরা বকা দেয় আর দেয় পেনশন।
স্যোশাল মিডিয়া দেয় লেখা ছবি চ্যাটবক্স
মেইল এসে দিয়ে যায় পিডিএফ আর ডক্স।
মায়েরা আদর দেয় মহাজনে চড়া সুদ
গোয়ালারা জল দেয় মুখে বলে খাঁটি দুধ।
ব্যাংকেরা ধার দেয় নিয়ে যায় কয়গুন
বিজনেস ঘুষ দেয় ঘুষ খায় রামধুন।
কালো পথ ভয় দেয় একা পথ ধৈর্য
শুদ্ধ সময় দেয় শান্তি ও স্থৈর্য।
এইভাবে দেওয়া নেওয়া চলছে ও চলবে
সউমিত্তির শুধু দেখবে ও বলবে।
.
# দেওয়া নেওয়া। একেবারে অপ্রকাশিত ছড়া।
একদম টাটকা লিখা অসম্ভব প্রাণবন্ত আর বাস্তবতার নিরীখে বলে মনে হলো।
বেশ মজা পেলাম কবি দা
সুন্দর উপস্থাপন। অনেক ভালোলাগা রইল।