দয়াল প্রভু
-লক্ষ্মণ ভাণ্ডারী
দয়াল প্রভু পুরুষোত্তম
ঠাকুর শ্রীঅনুকূল,
তোমার নামে সবার ভাঙে
জীবন চলার ভুল।
তব আশীষ নিয়ে সবাই
জীবন পথে চলে,
তোমার নামে তোমার গানে
তোমার কথা বলে।
তুমি যে প্রভু পরম গুরু
আমার ধ্রুবতারা,
তোমার নামে বিভোর আমি
হই যে দিশাহারা।
জীবন পথে চলতে গিয়ে
তোমায় পেলাম আমি,
ইষ্টগুরু তুমি পরম পিতা
আমার জীবন স্বামী।
তব চরণ অন্তিমে যেন
প্রভু যেন আমি পাই।
তাইতো প্রভু সারা জীবন
তব নাম আমি গাই।
ঠাকুর প্রেম এবং ভক্তি সত্যই অতূল্য আপনার। অতূলনীয় ভক্তির প্রকাশ।
শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানাই।
দয়ালের চরণস্পর্শে সবার জীবন ধন্য হয়ে উঠুক।
সাথে থা্কবেন এটা প্রত্যাশা করি। জয়গুরু!
অতি সুন্দর প্রভু বন্দনা।
ভাল থাকুন সতত।
তব চরণ অন্তিমে যেন
প্রভু যেন আমি পাই।
তাইতো প্রভু সারা জীবন
তব নাম আমি গাই।
কবিতায় শুভকামনা কবি।
পড়লাম কবি ভাণ্ডারী দা।