শ্রী শ্রী ঠাকুরের জীবনী ও বানী (পঞ্চম পরিচ্ছেদ)

শ্রী শ্রী ঠাকুরের জীবনী ও বানী (পঞ্চম পরিচ্ছেদ)
সংগ্রহ ও সম্পাদনা- লক্ষ্মণ ভাণ্ডারী

যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী

শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র
জন্ম তাং: বাংলা ১২৯৫ সনের ৩০ ভাদ্র।(১৮৮৮ খ্রিষ্টাব্দ)

Sri Sri Thakur Anukulchandra, the advent, who descended through the mercy of providence due to the cry of existential crisis and served normally with his own urge as a man.

He was a man, the holy man, the loving embodiment in the service of existential propitious bloom.

He was the prophet, who imparted existential upliftment with personal effulgence of unity to the people with compassionate thrill of life.He helped everyone to cross over every difficulty and induced everyone to thrive up every peculiarity of his own to the helm of love and pity, keeping his specific distinctiveness in tact with due conduction of his complexes to the ideal with love, faith and service.

He was the leading teacher of the mankind,who knew the existential trail of life and growth with environmental go.

He was an ‘avataar’ who used to impart, manage and elongate existential becoming.

He was the guide and the goal of life, towards existential proficiency with concentric zeal.

He was the central goading stimulus of existence which makes our conscience conscientious and he roamed in every being with controlled energizing activity and measured him accordingly, thereby he was ‘Iswar’.
He was the one who anointed with the blessed cream which blooms in every individual.

He was for one and all, with every hearty compassion that reached a far fetched plane with an unfathomed trail of intelligence.

Let us think, behold and bowdown at His feet and follow Him with hearty adherence, allegiance and active service, installing Him in the throne of existential uphold and propitious immortal nectar of life.
stay with me always. Keep beside you.
Joyguru!

শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ

যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ কর।

কপট ব্যাক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়।

তুমি লাখ গল্প কর, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নীরসতার চিহ্ন দৃষ্ট হয়; কারন, মুখ খুললে কী হয়, হৃদয়ে ভাবের স্ফুর্তি হয় না।

অমৃতময় বারি কপটের নিকট তিক্ত লবন-ময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না।

সরল ব্যাক্তি উর্দ্ধদৃষ্টি সম্পন্ন চাতকের মত। কপটী নিম্নদৃষ্টিসম্পন্ন শকুনের মত। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক; বড় এবং উচ্চ হ’য়ে নিম্নদৃষ্টিসম্পন্ন শকুনের মত হওয়ায় লাভ কি?

কপট হয়ো না, নিজে ঠক না, আর অপরকেও ঠকিও না।

(চলবে)

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

5 thoughts on “শ্রী শ্রী ঠাকুরের জীবনী ও বানী (পঞ্চম পরিচ্ছেদ)

  1. শেয়ার করার জন্য ধন্যবাদ মি. লক্ষ্মণ ভাণ্ডারী।

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি। পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ।
      শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানাই।
      সাথেই থাকুন। জয়গুরু!

  2. উইকিপিডিয়াকে এতো তথ্য খুঁজে পেলাম না, যতটা আপনি শেয়ার করে চলেছেন কবি। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. কপট ব্যাক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।