ভালোবাসা তোর কাছে কবিতা
আমার কাছে খটমটে প্রবন্ধ
তবুও আমি তোকে পড়তে চেয়েছিলাম
তুই কি আমায় পড়েছিলি?
আমি কি বলতে চেয়েছি তুই শুনিসই নি
তুই কি বলতে চেয়েছিস আমি বুঝিই নি
তবুও আমি তোকে ভালোবেসেছিলাম
তুই কি ভালোবাসা বুঝেছিলি?
আমরা মন খুলে খুলে ভালোবাসতে চেয়েছিলাম
অথচ শরীর খুলে খুলে কামে মত্ত ছিলাম
আমি রিপু বুঝিই নি
তুইও প্রেম বুঝিস নি;
আমরা একই বইয়ের একই পৃষ্ঠার দুই পাতা
অথচ কেও কাওকে দেখছি না
দুজন দুজনকে ভালো তো বেসে যাচ্ছি
অথচ কেও কারোটা বুঝছি না;
ভালোবাসা কি এমনই?
খুব দুর্বোধ্য?
একই মনে বাস করে
মনের বৈপরীত্য।
জটিল কবিতা কবি যাযাবর ভাই।
আমরা একই বইয়ের একই পৃষ্ঠার দুই পাতা। এগজাক্টলি মি.যাযাবর।
জীবনের গল্প বা অভিজ্ঞতা পড়লাম কবি যাযাবর ভাই। ইন্টারেস্টিং।
আমরা একই বইয়ের একই পৃষ্ঠার দুই পাতা
অথচ কেও কাওকে দেখছি না
দুজন দুজনকে ভালো তো বেসে যাচ্ছি
অথচ কেও কারোটা বুঝছি না;
ব্যাস এই চার লাইন নিলাম কবি জীবন বাবু।
ভালোবাসা কি এমনই?
খুব দুর্বোধ্য?
একই মনে বাস করে
মনের বৈপরীত্য।
অদ্ভুত সুন্দর।
পড়লাম