এবার আসি আসল কথায়

আপনি যদি জিজ্ঞেস করেন এই ছবির মাজেজা কি, উত্তরে আমি বলব একদল অতিলোভী মানব সন্তানদের বেঁচে থাকার অদম্য চেষ্টা মাত্র। আমার মত এঁটেল মাটির মগজ সর্বস্ব মানুষ যদি বুঝতে পারে ডেঙ্গু নিধন এ পথে সম্ভব হবেনা, তাহলে দুধালো চেহারায় এইসব আদমদেরও জানা থাকার কথা সত্যটা কি। জেনেও তারা রাস্তায় নেমেছে। সেজেগুজে হাতে ঝাড়ু নিয়েছে। ক্যামেরার সামনে পোজ দিয়েছে। অন্যএক ছবিতে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকে ফিল্টার লাগিয়ে একই কাজ করছেন অনেকটা উৎসবের আমজে। আপনি হয়ত উপলদ্ধি না করতে পারেন, কিন্তু অনেকের জন্যে ডেঙ্গু মহামারী আসলেই এখন উৎসব। সুযোগের সদ্বব্যবহার করার মোক্ষম প্লাটফর্ম।

এবার আসি আসল কথায়।

এই ছবি, এই ঝাড়ু, এই সাজগোজের মাজেজা একটাই… জায়গা মত ম্যাসেজ পাঠানো। অন্তরের অন্তস্থল হতে ওরা চাইছে তিনি দেখুক। এবং মনে রাখুক। এই মনে রাখাই একদিন ভাগ্যলক্ষ্মী হয়ে ফিরে আসবে। এই ঝাড়ুই নিশ্চিত করতে পারে সংরক্ষিত আসনের জিয়ন কাঁঠি, জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেয়ার টিকেট। নিশ্চিত করতে পারে একুশের পদক, নিশ্চিত করতে পারে বাড়ির গৃহপারিচারিকা নির্যাতনের ফ্রী লাইসেন্স, অথবা আসুখে বিসুখে আবাবিল পাখি বনে এয়ার এম্বুলেন্স উড়ে আসার গ্যারান্টি। উন্নয়নের মহাসড়কে শামিল হতে তেনার শুভদৃষ্টি এখন ম্যান্ডেটরি। তাই দেশের গোটা সুযোগ সন্ধানীর দল পথ খুঁজছে তেনার মনোরঞ্জনের। পতিতার দল যেভাবে সেজেগুজে রাস্তায় অথবা নিজের ঢেরায় খদ্দেরের অপেক্ষায় থাকে, তেমনি ওরাও অপেক্ষায় আছে একজনের। কারণ বাংলাদেশ মানেই তিনি। তিনি মা, তিনিই বাবা, তিনিই পুলিশ, তিনিই আইন, তিনিই আদালত, তিনিই বিচারক। নব্য এসব পতিতাদের নিয়ে আমার কোন অভিযোগ নেই। আছে একরাশ করুণা। কারণ পতিতা রাজ্যে সব পতিতাই খদ্দের খুঁজে পায়না। দিনশেষে কাউকে না কাউকে হতাশ হয়ে ঘরে ফিরতে হয়।

14 thoughts on “এবার আসি আসল কথায়

  1. এবার আসি আসল কথায়। … আসল কথা এরকমই বোধকরি। 

    1. they know what they're doing! not the victim of their own innocence!!! rather calculated act for benefit!  

  2. সুযোগের সদ্বব্যবহার করার মোক্ষম প্লাটফর্ম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আসল কথাটিই বুঝে নিয়েছি। এরা মাথা বেচে দিয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. ত্যাগের চাইতে প্রাপ্তির ঘরটা বেশ জাঁকালো মনে হচ্ছে।

  5. এরা মানুষ হবে কবে। লোক দেখানো নাটক নাকচ করে দিলাম। 

  6. শান্তো হোন।সব ঠ হয়ে যাবে।আল্লাহ ভরসা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।