বলেছিলে পাশে থাকবে সুখে অথবা দুঃখে,
বলেছিলে সম্পর্কের বাঁধনে থাকো বা না থাকো,
আমরা পাড়ি দিবো অনেকটা পথ,
সম্পর্ক বিহীন এক সম্পর্কে আমরা হবো
অনাদি কালের ভেসে বেড়ানো হংসমিথুন।
সেসব কথা এখন শুধুই মনের কড়িকাঠে ঝুলানো অপ্রয়োজনীয় শিকা, হঠাৎ হাওয়ায় মাঝে মাঝে দোল খেয়ে যায় মনের বারান্দায় ।।
সম্পর্কের বাঁধন বড়ো মায়াবী এক দোলা,
মনের সাথে শরীরের এক মায়াবী খেলা,
তুমি চাও নি এই মায়াবী খেলায় তুমি আমি
মেতে উঠি, ভুলে যাই সেই নিঃস্বর্গ ভালোবাসা।
তুমি চাওনি বলেই আমার এই না পাওয়া ভালোবাসা, পেতে চায় নি কোন পার্থিব সুখ।
সেই তুমি যখন অন্যের হাত ধরে,
ভালোবাসায় মুখ ঘষো অন্যের বুকে,
সময় অসময় ভুলে যেয়ে পার্থিব সুখের আশায়
পথ হাঁটো অনন্তকাল, আমি সব বুঝেও
চেয়ে দেখি শুধু মানুষের মুখ,
দেখে নেই কথা রাখা না রাখা মানুষের
আদলে কি কোন ফাঁক থাকে? থাকে কোন
অস্বাভাবিক রাজটীকা একেবারে তোমার মতো।
কবিতার জন্য ধন্যবাদ কবি মি. কাজী রাশেদ। শুভ সন্ধ্যা।
আপনার জন্য শুভকামনা রইলো কবি।
ঈদ মোবারক।
শুভেচ্ছা কবি রাশেদ ভাই।
ঈদ মোবারক কবি।
ঈদ মোবারক!