রোখশানা’স লাইফ স্টাইল … তৃতীয় পর্ব

যেহেতু কোরবানি ঈদ আসন্ন, আর মাত্র দুটি’ দিনের অপেক্ষা। তাই পুরুষ বন্ধুদের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে ২/১ টি পোস্ট আমার নারী বন্ধুদের জন্য দিতে চাই।


এখনকার সময়ের ট্রেন্ডি লুক।

ঈদের সাজ নিয়ে কমবেশি সব বয়সী নারীরই নিজস্ব একটি প্ল্যান থাকে। থাকে কিছুটা সাজসজ্জার প্রস্তুতি। চলুন চোখের সাজ নিয়ে কথা বলি আজ। দেখে নিই আইলাইনার মোটামুটি কতো রকম ভাবে লাগানো যায়। এখনকার সময়ের চলতি ২/১ টি ট্রেন্ডের ছবি দেখে নিই।


স্মোকি আই ইজ অলসো ইন। ডার্ক ব্ল্যাক আই মেকাপ ইজ সিম্পলি গর্জিয়াস।

তবে ফ্যাশন জগতে এ মৌসুমে “মোনোক্রোম” মানে সাজপোশাকের সবকিছুই একই বা কাছাকাছি রঙের পড়া highly trendy. কিছুদিন আগেও কন্ট্রাস্ট চলছিলো।

আর মনে রাখবেন, সন্ধ্যা বা রাতের সাজে চোখ ভর্তি কাজল এবং ডার্ক ব্ল্যাক আইশ্যাডোর বিকল্প কোনো কালেই ছিলো না নিজেকে আরো চমৎকার দেখাতে।


দিস পিক কন্টেইন্স দি ব্যাসিক স্টাইল অফ আই লাইনার।

আগাম ঈদ মোবারক সবাইকে।

12 thoughts on “রোখশানা’স লাইফ স্টাইল … তৃতীয় পর্ব

  1. আগাম ঈদ মোবারক আপনাকেও আপা। সুন্দর থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ, প্রিয় তুবা। আপনার জন্য রইলো একটি সুন্দর ঈদের আগাম শুভে।।           

  2. সংশ্লিষ্টদের কাজে আসুক এই প্রত্যাশা করি। অভিনন্দন সহ ঈদ মোবারক। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।