আজও শ্রাবনের আকাশ কাঁঁদে,
ঢাকে শোকের ছায়ায়।
তোমার স্মরণে কাঁদে বাংলা
আছো প্রাণের মায়ায়।
ভুলি নাই তোমাকে
ভুলবোনা কোনোদিন।
বাংলার আকাশে জ্বলবে
জ্বল জ্বলে চিরদিন।
যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান
ততোদিন রবে কীতি তোমার শেখ মুজিবুর রহমান।
16 thoughts on “স্মরণে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান
ততোদিন রবে কীতি তোমার শেখ মুজিবুর রহমান।
সালাম

সালাম এর প্রত্যুত্তর জানবেন আপা।
আজও শ্রাবনের আকাশ কাঁঁদে, ঢাকে শোকের ছায়ায়।
সালাম

বাংলার আকাশে জ্বলবে জ্বল জ্বলে চিরদিন।
ঠিক তাই শুভকামনা
শ্রদ্ধা জানাই।
ধন্যবাদ

শ্রদ্ধা চিত্তে স্মরণ করি জাতির জনককে।
ধন্যবাদ

ধন্যবাদভাইয়া

ভাল লেগেছে।
ধন্যবাদ দাদা,