স্বাধীনতা

স্বাধীনতা তুমি নিয়ন আলো
জমাট অন্ধকারে
তবু ফুটপাতে শুয়ে নগ্ন শিশু
দিন কাটে অনাহারে।

স্বাধীনতা তুমি বৃদ্ধাবাসের
নিয়ন আলো, স্বপ্নবাড়ি
নিয়ম গড়ছে, ভাঙছে নিয়ম
জীবনের কারবারি।

স্বাধীনতা তুমি কৃষকের
ঘাম ঝরানো শ্রম
তিনটে রঙের জয় পতাকায়
আহা! আনন্দ আশ্রম!

স্বাধীনতা তুমি অমর প্রেম
ছন্দ ভরা গান
একসূত্রে বেঁধে রেখো
শতকোটি প্রাণ!
****

16 thoughts on “স্বাধীনতা

  1. স্বাধীনতা তুমি বৃদ্ধাবাসের
    নিয়ন আলো, স্বপ্নবাড়ি
    নিয়ম গড়ছে, ভাঙছে নিয়ম
    জীবনের কারবারি।

    শুভকামনা কবি রিয়া রিয়া চক্রবর্তী। :)

  2. স্বাধীনতা তুমি অমর প্রেম
    ছন্দ ভরা গান
    একসূত্রে বেঁধে রেখো
    শতকোটি প্রাণ!

    বাহ খুব সুন্দর।

  3. স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কবি বন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. স্বাধীনতা দিবসের শুভেচছা জানবেন, প্রিয়

     দিদি।   

  5. সুন্দর ছন্দময় দেশাত্মবোধক কবিতা।
    বিষয়বস্তু ও কাব্যভাবনা অসাধারণ।
    প্রিয় কবিবোনকে শুভেচ্ছা জানাই। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।