আপনি এতোটা ক্ষমা না করলেও পারতেন
যেমন ধরুন ক্ষমা করে না সাপ তার শিকারকে
কেমন হা করে গিলে খায় –
অথচ আপনি সিংহের মতোন হেলেদুলে
নির্লিপ্ত চোখে তাদের ক্ষমা করে দেন –
তারা মুখে বিষ নিয়ে ফোঁস ফোঁস করছিলো
সুযোগ পেতেই পেখম ছড়িয়ে ফনা মেলে –
একুশ বছর এদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে
ঢুকিয়ে দিলো পরাধীনতার মন্ত্র
তাই আপনি পৃথিবী থেকে প্রয়াণ হলে
আপনার উত্তরসূরিদের সাথে আমরাও কাঁদতে কাঁদতে
হাজির হলাম হে মহান সূর্য সৈনিক –
দোযখ হা দোযখ – উপচে পড়ছিলো মদের গিলাফ
রসালো মিথ্যার মহুয়ার বন
অথচ পালাচ্ছিলো পাখির দল
ঘোমটা দিয়ে নেচেছে কসবী
আমরা উঁকি ঝুঁকি দিয়ে দেখি
ভাংগা পা নিয়ে বসে আছেন আচার্য
অতএব হে মহান ছুড়ি-কাঁচি দিয়ে কেটে দিয়েছি
পুঁজ ভরা দগদগে ঘা –
এখনো মার্চ পাস্ট করে চলছি
অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং তো জমা দেই নাই’
মা মাটি আর মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তিনি সহস্র বছর। তিনি কারু তূল্য নন।
জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।
জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা।
'আপনি এতোটা ক্ষমা না করলেও পারতেন।'
মহান এই পুরুষের প্রতি বিনম্র শ্রদ্ধা রাখি।
অসাধারণ।